মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র : ২০২৩ - ২০২৪ |
দশম শ্রেণির ইতিহাস টেস্ট পরীক্ষার প্রশ্নটার ২০২৩ |
বিষয় : ইতিহাস
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান - ৯০
(First 15 minutes for reading the question paper only)
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for the spelling mistakes, untidiness and bad handwriting.
[Groups ‘A’ to ‘E’ are common for both Regular and External Candidates.
Group ‘F’ is meant only for External Candidates.]
(All questions of Group ‘A’ are compulsory. Candidates should follow the alternative questions as per directive in Group ‘B’. Others will attempt map pointing.)
‘ক’ বিভাগ
১) সঠিক উত্তরটি বেছে নাও। ১ x ২০ = ২০
১.১) ‘নতুন সামাজিক ইতিহাস’ বলে -
ক) সাধারণ মানুষের কথা খ) রাজা-মহারাজাদের কথা গ) অভিজাতদের কথা ঘ) উচ্চবিত্তদের কথা
১.২) ‘সত্তর বছর’ লিখেছেন -
১.২) ‘সত্তর বছর’ লিখেছেন -
ক ) সরলাদেবী চৌধুরানি খ) জহরলাল নেহেরু গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) বিপিনচন্দ্র পাল
১.৩) ‘নীল দর্পন’ কার লেখা?
১.৩) ‘নীল দর্পন’ কার লেখা?
ক) দীনবন্ধু মিত্র খ) মাইকেল মধুসূদন দত্ত গ) কালীপ্রসন্ন সিংহ ঘ) রেভারেন্ট জেমস লং
১.৪) ‘হিন্দু মেলা’র পূর্ব নাম–
১.৪) ‘হিন্দু মেলা’র পূর্ব নাম–
ক) বসন্ত মেলা খ) চৈত্র মেলা গ) বৈশাখী মেলা ঘ) পৌষ মেলা
১.৫) ‘নব্য বেদান্ত’ কার দর্শন চিন্তা?
১.৫) ‘নব্য বেদান্ত’ কার দর্শন চিন্তা?
ক) রামমোহন রায় খ) লালন ফকির গ) রামকৃষ্ণ ঘ) স্বামী বিবেকানন্দ
১.৬) ‘বাংলার নানা সাহেব’ নামে পরিচিত ছিলেন -
১.৬) ‘বাংলার নানা সাহেব’ নামে পরিচিত ছিলেন -
ক) রামরতন মল্লিক খ) দিগম্বর বিশ্বাস গ) শ্রীহরি রায় ঘ) রফিক মন্ডল
১.৭) ‘দিকু’ কথার অর্থ -
১.৭) ‘দিকু’ কথার অর্থ -
ক) বিদ্রোহ খ) বহিরাগত গ) প্রবল বিক্ষোভ ঘ) বিপ্লব
১.৮) ‘এনফিল্ড রাইফেল’ কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? -
১.৮) ‘এনফিল্ড রাইফেল’ কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? -
ক) সাঁওতাল বিদ্রোহ খ) কোল বিদ্রোহ গ) মহাবিদ্রোহ ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
১.৯) ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন যে আইনের দ্বারা তা বিধিবদ্ধ হয় -
১.৯) ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন যে আইনের দ্বারা তা বিধিবদ্ধ হয় -
ক) ১৮৫৮ সালে খ) ১৮৭৬ সালে গ) ১৮৭৮ সালে ঘ) ১৮৮৩ সালে
১.১০) ‘স্বদেশপ্রেমের গীতা’ বলা হয় -
১.১০) ‘স্বদেশপ্রেমের গীতা’ বলা হয় -
ক) ‘বর্তমান ভারত’কে খ) ‘অনন্দমঠ’কে গ) ‘গোরা’কে ঘ) ‘বিরূপ বস্ত্র’কে
১.১১) ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক’ বলা হয় -
১.১১) ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক’ বলা হয় -
ক) পঞ্চানন কর্মকারকে খ) চার্লস উইলকিনস গ) জেমস অগাষ্টস হিকিকে ঘ) সুরেশচন্দ্র মজুমদারকে
১.১২) ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন -
১.১২) ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন -
ক) জগদীশচন্দ্র বসু খ) আনন্দমোহন বসু গ) মেঘনাথ সাহা ঘ) সত্যেন্দ্রনাথ বোস
১.১৩) ‘একা’ কী ধরণের আন্দোলন?
১.১৩) ‘একা’ কী ধরণের আন্দোলন?
ক) শ্রমিক আন্দোলন খ) বিপ্লবী আন্দোলন গ) কৃষক আন্দোলন ঘ) সংস্কার আন্দোলন
১.১৪) বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক -
১.১৪) বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক -
ক) মুজাফফর আহমেদ খ) হেমন্ত কুমার সরকার গ) নজরুল ইসলাম ঘ) মানবেন্দ্র নাথ রায়
১.১৫) ‘নাঙল যার জমি তার’ - স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
১.১৫) ‘নাঙল যার জমি তার’ - স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
ক) চম্পারণ খ) খেড়া গ) তেভাগা ঘ) ভারতছাড়ো
১.১৬) ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন -
১.১৬) ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন -
ক) প্রীতিলতা ওয়াদ্দেদার খ) কল্পনা দত্ত গ) লীলা নাগ ঘ) কনকলতা বড়ুয়া
১.১৭) সুর্য সেন কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন?
১.১৭) সুর্য সেন কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন?
ক) ইন্ডিয়ান রিপাব্লিকান আর্মি খ) যুগান্তর দল গ) অনুশীলন সমিতি ঘ) হিন্দুস্থান রিপাবলিকান পার্টি
১.১৮ বাংলাদেশে উচ্চবর্ণের হিন্দুরা নমঃশূদ্রদের কী নামে পরিচয় দিত? -
১.১৮ বাংলাদেশে উচ্চবর্ণের হিন্দুরা নমঃশূদ্রদের কী নামে পরিচয় দিত? -
ক) দলিত খ) ঠাকুর গ) চণ্ডাল ঘ) মতুয়া
১.১৯) ‘লৌহ মানব’ নামে পরিচিত -
১.১৯) ‘লৌহ মানব’ নামে পরিচিত -
ক) সর্দার বল্লভভাই প্যাটেল খ) জওহরলাল নেহেরু গ) আবুল কালাম আজাদ ঘ) মহাত্মা গান্ধি
১.২০) ‘ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটি লিখেছেন -
১.২০) ‘ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটি লিখেছেন -
ক) ভি পি মেনন খ) খুশবন্ত সিং গ) জহরলাল নেহেরু ঘ) বল্লভ ভাই প্যাটেল
২.১.২) ভারতে প্রথম সবাক ছবি (সিনেমা) কোনটি?
২.১.৩) ‘মেকলে মিনিটস’ কী?
২.১৪) হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
২.২.২) ‘খুৎকাঠি প্রথা’ ছিল মুন্ডাদের একটি চিরাচরিত ভুমি বন্দোবস্ত।
২.২.৩) ‘অলিন্দ যুদ্ধে’র সময় বিনয় বসুর ফাঁসি হয়।
২.২.৪) তিতুমিরের আন্দোলন ছিল ধর্মীয় সংস্কার আন্দোলন।
খ - বিভাগ
২) যেকোন ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে) : ১ x ১৬ = ১৬
উপবিভাগ - ২.১
২.১) একটি বাক্যে উত্তর দাও :
২.১.১) ভারতের ‘আধুনিক নৃত্যশৈলীর জনক’ কে ছিলেন?২.১.২) ভারতে প্রথম সবাক ছবি (সিনেমা) কোনটি?
২.১.৩) ‘মেকলে মিনিটস’ কী?
২.১৪) হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
উপবিভাগ - ২.২
২.২) সত্য-মিথ্যা নির্ণয় করো :
২.২.১) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর ।২.২.২) ‘খুৎকাঠি প্রথা’ ছিল মুন্ডাদের একটি চিরাচরিত ভুমি বন্দোবস্ত।
২.২.৩) ‘অলিন্দ যুদ্ধে’র সময় বিনয় বসুর ফাঁসি হয়।
২.২.৪) তিতুমিরের আন্দোলন ছিল ধর্মীয় সংস্কার আন্দোলন।
উপবিভাগ - ২.৩
২.৩) বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৩.১) বিবৃতি : সিপাহি বিদ্রোহের পর ভারতে কোম্পানির শাসনের অবসান হয় -
ব্যাখ্যা - ১ : ব্রিটেনের জনগণ ছেয়েছিল কোম্পানির শাসনের অবসান হোক।
ব্যাখ্যা - ২ : ভারতের জনগণ ছেয়েছিল কোম্পানির শাসনের অবসান হোক।
ব্যাখ্যা - ৩ : ব্রিটিশ সরকার বুঝেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর ভারতের মত একটি বিশাল দেশের শাসনভার রাখা ঠিক না।
২.৩.২) বিবৃতি : গগনেন্দ্র নাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন --
ব্যাখ্যা - ২ : ভারতের জনগণ ছেয়েছিল কোম্পানির শাসনের অবসান হোক।
ব্যাখ্যা - ৩ : ব্রিটিশ সরকার বুঝেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর ভারতের মত একটি বিশাল দেশের শাসনভার রাখা ঠিক না।
২.৩.২) বিবৃতি : গগনেন্দ্র নাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন --
ব্যাখ্যা - ১ : বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা - ২ : বাঙালি বাবুরা ইংরেজি শিক্ষার বিরোধী ছিলেন।
ব্যাখ্যা - ৩ : বাঙ্গালি বাবুরা অশিক্ষিত ছিল।
২.৩.৩) বিবৃতি : ‘হিন্দু মেল’ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল -
ব্যাখ্যা - ১ : এদেশের যুবসমাজকে রাজনীতি সচেতন করে তোলা।ব্যাখ্যা - ৩ : বাঙ্গালি বাবুরা অশিক্ষিত ছিল।
২.৩.৩) বিবৃতি : ‘হিন্দু মেল’ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল -
ব্যাখ্যা - ২ : পাশ্চাত্য ও প্রাচ্য সভ্যতার মধ্যে মেনবন্ধন ঘটানো ।
ব্যাখ্যা - ৩ : এদেশে পাশ্চাত্য ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা।
২.৩.৪) বিবৃতি : ১৯০৬ সালে জাতীয় শিক্ষাপরিষদ গঠিত হয় -
ব্যাখ্যা - ৩ : এদেশে পাশ্চাত্য ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা।
২.৩.৪) বিবৃতি : ১৯০৬ সালে জাতীয় শিক্ষাপরিষদ গঠিত হয় -
ব্যাখ্যা - ১ : জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য।
ব্যাখ্যা - ২ : কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা - ৩ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা - ২ : কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা - ৩ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
উপবিভাগ - ২.৪
২.৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
উপবিভাগ - ২.৫
২.৫. প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো।
২.৫.১) চুয়াড় বিদ্রোহের এলাকা ।
২.৫.২) মুন্ডা বিদ্রোহের এলাকা।
২.৫.৩) নীল বিদ্রোহের এলাকা ।
২.৫.৪) দেশীয় রাজ্য জুনাগড়।
২.৫.২) মুন্ডা বিদ্রোহের এলাকা।
২.৫.৩) নীল বিদ্রোহের এলাকা ।
২.৫.৪) দেশীয় রাজ্য জুনাগড়।
গ - বিভাগ
৩) দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও : (যে-কোন ১১ টি) ২ x ১১ = ২২
৩.১) নারী-ইতিহাস তাৎপর্যপূর্ণ কেন?
৩.২) আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ব্যক্তিগত চিঠিপত্রের গুরুত্ব উদাহরণ সহ উল্লেখ করো।
৩.৩) ‘তিন আইন’' বলতে কী বোঝ?
৩.৪) ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?
৩.৫) ব্রিটিশ সরকার কেন ‘অরণ্য আইন’ পাস করেন?
৩.৬) ‘বাঁশের কেল্লা’ কী?
৩.৭) ‘ভারতসভা’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
৩.৮) গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
৩.৯) ‘ক্যালকাটা বুক সোসাইটি’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১০) পঞ্চানন কর্মকার কীজন্য বিখ্যাত?
৩.১১) মোপলা বিদ্রোহের কারণ কী?
৩.১২) ‘কানপুর ষড়যন্ত্র মামলা’য় কাদের গ্রেপ্তার করা হয়?
৩.১৩) প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
৩.১৪) ‘অলিন্দ যুদ্ধ’ কী?
৩.১৫) ‘ভারতের স্বাধীনতা আইন’ কী?
৩.১৬) ‘নেহেরু-লিয়াকত চুক্তি’র লক্ষ্য কী ছিল?
৩.২) আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ব্যক্তিগত চিঠিপত্রের গুরুত্ব উদাহরণ সহ উল্লেখ করো।
৩.৩) ‘তিন আইন’' বলতে কী বোঝ?
৩.৪) ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?
৩.৫) ব্রিটিশ সরকার কেন ‘অরণ্য আইন’ পাস করেন?
৩.৬) ‘বাঁশের কেল্লা’ কী?
৩.৭) ‘ভারতসভা’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
৩.৮) গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
৩.৯) ‘ক্যালকাটা বুক সোসাইটি’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১০) পঞ্চানন কর্মকার কীজন্য বিখ্যাত?
৩.১১) মোপলা বিদ্রোহের কারণ কী?
৩.১২) ‘কানপুর ষড়যন্ত্র মামলা’য় কাদের গ্রেপ্তার করা হয়?
৩.১৩) প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
৩.১৪) ‘অলিন্দ যুদ্ধ’ কী?
৩.১৫) ‘ভারতের স্বাধীনতা আইন’ কী?
৩.১৬) ‘নেহেরু-লিয়াকত চুক্তি’র লক্ষ্য কী ছিল?
বিভাগ - ঘ
৪) সাত-আটটি বাক্যে যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ৬ = ২৪
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে)
উপবিভাগ - ঘ.১.
১৪.১) নতুন সামাজিক ইতিহাস কী? এর বৈশিষ্ট্য লেখ ।
৪.২) নারী সমাজের কল্যাণে 'বামাবোধনী' পত্রিকার গুরুত্ব লেখো
৪.২) নারী সমাজের কল্যাণে 'বামাবোধনী' পত্রিকার গুরুত্ব লেখো
উপবিভাগ - ঘ.২.
২৪.৩) চুয়াড় বিদ্রোহের কারণ সংক্ষেপে আলোচনা করো।
৪.৪) ‘মহারানির ঘোষণাপত্রে’র (১৮৫৮) ঐতিহাসিক গুরুত্ব লেখ।
৪.৪) ‘মহারানির ঘোষণাপত্রে’র (১৮৫৮) ঐতিহাসিক গুরুত্ব লেখ।
উপবিভাগ - ঘ.৩.
৩৪.৫) উনিশ শতকের বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে ‘বসুবিজ্ঞান মন্দিরে’র অবদান লেখ।
৪.৬) ‘সাইমন কমিশন’ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
৪.৬) ‘সাইমন কমিশন’ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ - ঘ.৪.
৪৪.৭) বাংলায় ‘নমঃশূদ্র আন্দোলনে’র কারণ কী ছিল?
৪.৮) স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল লেখো।গ
৪.৮) স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল লেখো।গ
বিভাগ - ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮ x ১ = ৮
৫.১) সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
৫.২) মহাবিদ্রোহকে কি ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলা যায়?
৫.৩) ভারতে দলিত আন্দোলনের কারণ কী ছিল? এ প্রসঙ্গে আম্বেদকরের ভূমিকা বর্ননা করো।
৫.২) মহাবিদ্রোহকে কি ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলা যায়?
৫.৩) ভারতে দলিত আন্দোলনের কারণ কী ছিল? এ প্রসঙ্গে আম্বেদকরের ভূমিকা বর্ননা করো।
—----------x—---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন