একাদশ শ্রেণি। ইতিহাস। অর্ধবার্ষিক পরীক্ষা - ২০২৩
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)
অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০২৩
একাদশ শ্রেণি, বিষয় : ইতিহাস, পূর্নমান - ৪০
বিভাগ ‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২
১.১) 'প্রায় ঐতিহাসিক যুগ’ বলতে বোঝায়, যে যুগের -
ক) লিপি পাওয়া যায়নি খ) লিপি পাওয়া গেছে গ) লিপির পাঠোদ্ধার হয়নি ঘ) লিপির পাঠোদ্ধার হয়েছে।
১.২) হায়রোগ্লিফিক লিপি -
১.২) হায়রোগ্লিফিক লিপি -
ক) মিশরের খ) গ্রিসের গ) সুমেরের ঘ) ভারতের
১.৩) ‘ইন্ডিয়া টুডে’ গ্রন্থটির লেখক –
১.৩) ‘ইন্ডিয়া টুডে’ গ্রন্থটির লেখক –
ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) রজনী পাম দত্ত।
বিকল্প সমূহঃ
১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল।
২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল।
৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল।
৪) ঘ সঠিক এবং ক, খ,গ ভুল।
১.৪) পৃথিবীতে নবজীবীয় যুগের সূচনা হয়েছে?
বিকল্প সমূহঃ
১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল।
২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল।
৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল।
৪) ঘ সঠিক এবং ক, খ,গ ভুল।
১.৪) পৃথিবীতে নবজীবীয় যুগের সূচনা হয়েছে?
ক) ৮২ কোটি বছর আগে, খ) ৫০ কোটি বছর আগে গ) ২০ কোটি বছর আগে ঘ) ৬ কোটি ৫০ লক্ষ বছর আগে।
১.৫) কৃষিকাজের কৌশল আবিষ্কার হয় –
১.৫) কৃষিকাজের কৌশল আবিষ্কার হয় –
ক) নব্য প্রস্তর যুগে খ) মধ্য প্রস্তর যুগে গ) প্রাচীন প্রস্তর যুগে ঘ) তাম্র-প্রস্তর যুগে।
১.৬) কোন বিষয়কে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলে অবিহিত করা হয়?
১.৬) কোন বিষয়কে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলে অবিহিত করা হয়?
ক) মৃৎশিল্পের অগ্রগতিকে খ) পশুপালনের গুরুত্ব বেড়ে যাওয়াকে গ) কৃষি পদ্ধতির আবিস্কারকে ঘ) বয়ন শিল্পের বিকাশকে।
১.৭) গ্রিক শব্দ ‘পলিস’-এর অর্থ হল -
১.৭) গ্রিক শব্দ ‘পলিস’-এর অর্থ হল -
ক) জনপদ খ) মহাজনপদ গ) সাম্রাজ্য ঘ) সিটি স্টেট।
১.৮) প্রাচীন ভারতের মহাজনপদের নাম জানা যায় যে গ্রন্থ থেকে –
১.৮) প্রাচীন ভারতের মহাজনপদের নাম জানা যায় যে গ্রন্থ থেকে –
ক) বৌদ্ধ ও জৈন গ্রন্থ খ) মহাভারত গ) রামায়ণ ঘ) মনুস্মৃতি।
১.৯) ইউরোপের মেসিডোনীয় সাম্রাজ্যের প্রায় সমসাময়িক ভারতীয় সাম্রাজ্যের নাম হল -
১.৯) ইউরোপের মেসিডোনীয় সাম্রাজ্যের প্রায় সমসাময়িক ভারতীয় সাম্রাজ্যের নাম হল -
ক) মৌর্য সাম্রাজ্য খ) গুপ্ত সাম্রাজ্য গ) সুলতানি সাম্রাজ্য ঘ) মুঘল সাম্রাজ্য।
১.১০) ভারতের ইতিহাসে ‘মেকিয়াভেলি’ বলা হয়–
১.১০) ভারতের ইতিহাসে ‘মেকিয়াভেলি’ বলা হয়–
ক) প্লেটো খ) মেগাস্থিনিস গ) এরিষ্টটল ঘ) কৌটিল্য।
১.১১) সুলতানি রাষ্ট্রকে ‘ধর্মাশ্রয়ী’ বলেছেন এমন একজন ঐতিহাসিকের নাম হল -
১.১১) সুলতানি রাষ্ট্রকে ‘ধর্মাশ্রয়ী’ বলেছেন এমন একজন ঐতিহাসিকের নাম হল -
ক) ড. সতীশচন্দ্র খ) ড. মহম্মদ হাবিব গ) ড. ইফতিকার আলম খান ঘ) ড. রামশরণ শর্মা।
১.১২) ‘ইক্তা’ শব্দের অর্থ –
১.১২) ‘ইক্তা’ শব্দের অর্থ –
ক) এক অংশ খ) এক তৃতীয়াংশ গ) এক পঞ্চমাংশ ঘ) অর্ধাংশ।
খ বিভাগ
২. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ X ৮ = ৮
২.১) ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ? উদাহরণ দাও।অথবা প্রাক-ঐতিহাসিক যুগ- এর বৈশিষ্ঠ লেখো।
২.২) আরবদের সিন্ধু জয়ের গুরুত্ব কী?
২.৩) হোলোসিন যুগের সময়কাল লেখো। এই যুগটি কোন পাথরের যুগের সমসাময়িক?
২.৪) 'হরপ্পা সংস্কৃতি' কী?
২.২) আরবদের সিন্ধু জয়ের গুরুত্ব কী?
২.৩) হোলোসিন যুগের সময়কাল লেখো। এই যুগটি কোন পাথরের যুগের সমসাময়িক?
২.৪) 'হরপ্পা সংস্কৃতি' কী?
অথবা, ‘মমি’ কী?
২.৫) মহাজনপদ কী? উদাহরণ দাও।
২.৬) রাজ্য ও সাম্রাজ্যের -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
২.৭) ‘ধর্মাশ্রয়ী রাষ্ট্র’ কাকে বলা হয়?
২.৫) মহাজনপদ কী? উদাহরণ দাও।
২.৬) রাজ্য ও সাম্রাজ্যের -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
২.৭) ‘ধর্মাশ্রয়ী রাষ্ট্র’ কাকে বলা হয়?
অথবা, ‘নতুন রাজতন্ত্র’ বলতে কী বোঝো?
২.৮) 'ম্যান্ডারিন' কাদের বলা হয়?
২.৮) 'ম্যান্ডারিন' কাদের বলা হয়?
গ বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৫ X ৪ = ২০
৩.১) ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো।
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?
৩.২) মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই সভ্যতার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।
অথবা, হরোপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা কর।
৩.৩) ‘পলিস’ কী? এর বৈশিষ্ট্য আলোচনা করো।
অথবা, মোঘল ও অটোমান শাসনব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো।
৩.৪) আধুনিক রাষ্ট্র সম্পর্কে টমাস হবস-এর রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। তাঁকে কেন 'উপযোগিতাবাদের অগ্রদূত' বলা হয়? অথবা, ‘মনসবদার’ কী? এই প্রথার মূল্যায়ন আলোচনা
----------------------//----------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন