সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একাদশ শ্রেণি। ইতিহাস। অর্ধবার্ষিক পরীক্ষা - ২০২৩

একাদশ শ্রেণি। ইতিহাস। অর্ধবার্ষিক পরীক্ষা - ২০২৩HALF YEARLY QUESTION PAPER of CLASS - XI

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)

অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০২৩
একাদশ শ্রেণি, বিষয় : ইতিহাস, পূর্নমান - ৪০

বিভাগ ‘ক’

১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২

১.১) 'প্রায় ঐতিহাসিক যুগ’ বলতে বোঝায়, যে যুগের -
ক) লিপি পাওয়া যায়নি খ) লিপি পাওয়া গেছে গ) লিপির পাঠোদ্ধার হয়নি ঘ) লিপির পাঠোদ্ধার হয়েছে।
১.২) হায়রোগ্লিফিক লিপি -
ক) মিশরের খ) গ্রিসের গ) সুমেরের ঘ) ভারতের
১.৩) ‘ইন্ডিয়া টুডে’ গ্রন্থটির লেখক –
ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) রজনী পাম দত্ত
বিকল্প সমূহঃ
১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল।
২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল।
৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল।
৪) ঘ সঠিক এবং ক, খ,গ ভুল
১.৪) পৃথিবীতে নবজীবীয় যুগের সূচনা হয়েছে?
ক) ৮২ কোটি বছর আগে, খ) ৫০ কোটি বছর আগে গ) ২০ কোটি বছর আগে ঘ) ৬ কোটি ৫০ লক্ষ বছর আগে
১.৫) কৃষিকাজের কৌশল আবিষ্কার হয় –
ক) নব্য প্রস্তর যুগে খ) মধ্য প্রস্তর যুগে গ) প্রাচীন প্রস্তর যুগে ঘ) তাম্র-প্রস্তর যুগে।
১.৬) কোন বিষয়কে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলে অবিহিত করা হয়?
ক) মৃৎশিল্পের অগ্রগতিকে খ) পশুপালনের গুরুত্ব বেড়ে যাওয়াকে গ) কৃষি পদ্ধতির আবিস্কারকে ঘ) বয়ন শিল্পের বিকাশকে।
১.৭) গ্রিক শব্দ ‘পলিস’-এর অর্থ হল -
ক) জনপদ খ) মহাজনপদ গ) সাম্রাজ্য ঘ) সিটি স্টেট
১.৮) প্রাচীন ভারতের মহাজনপদের নাম জানা যায় যে গ্রন্থ থেকে –
ক) বৌদ্ধ ও জৈন গ্রন্থ খ) মহাভারত গ) রামায়ণ ঘ) মনুস্মৃতি।
১.৯) ইউরোপের মেসিডোনীয় সাম্রাজ্যের প্রায় সমসাময়িক ভারতীয় সাম্রাজ্যের নাম হল -
ক) মৌর্য সাম্রাজ্য খ) গুপ্ত সাম্রাজ্য গ) সুলতানি সাম্রাজ্য ঘ) মুঘল সাম্রাজ্য।
১.১০) ভারতের ইতিহাসে ‘মেকিয়াভেলি’ বলা হয়–
ক) প্লেটো খ) মেগাস্থিনিস গ) এরিষ্টটল ঘ) কৌটিল্য
১.১১) সুলতানি রাষ্ট্রকে ‘ধর্মাশ্রয়ী’ বলেছেন এমন একজন ঐতিহাসিকের নাম হল -
ক) ড. সতীশচন্দ্র খ) ড. মহম্মদ হাবিব গ) ড. ইফতিকার আলম খান ঘ) ড. রামশরণ শর্মা
১.১২) ‘ইক্তা’ শব্দের অর্থ –
ক) এক অংশ খ) এক তৃতীয়াংশ গ) এক পঞ্চমাংশ ঘ) অর্ধাংশ।

খ বিভাগ

২. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ X ৮ = ৮

২.১) ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ? উদাহরণ দাও। 
অথবা প্রাক-ঐতিহাসিক যুগ- এর বৈশিষ্ঠ লেখো।
২.২) আরবদের সিন্ধু জয়ের গুরুত্ব কী?
২.৩) হোলোসিন যুগের সময়কাল লেখো। এই যুগটি কোন পাথরের যুগের সমসাময়িক?
২.৪) 'হরপ্পা সংস্কৃতি' কী? 
অথবা, ‘মমি’ কী?
২.৫) মহাজনপদ কী? উদাহরণ দাও।
২.৬) রাজ্য ও সাম্রাজ্যের -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
২.৭) ‘ধর্মাশ্রয়ী রাষ্ট্র’ কাকে বলা হয়? 
অথবা, ‘নতুন রাজতন্ত্র’ বলতে কী বোঝো?
২.৮) 'ম্যান্ডারিন' কাদের বলা হয়?

গ বিভাগ

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৫ X ৪ = ২০

৩.১) ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো।
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?

৩.২) মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই সভ্যতার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 
অথবা, হরোপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা কর।

৩.৩) ‘পলিস’ কী? এর বৈশিষ্ট্য আলোচনা করো। 
অথবা, মোঘল ও অটোমান শাসনব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো।

৩.৪) আধুনিক রাষ্ট্র সম্পর্কে টমাস হবস-এর রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। তাঁকে কেন 'উপযোগিতাবাদের অগ্রদূত' বলা হয়? অথবা, ‘মনসবদার’ কী? এই প্রথার মূল্যায়ন আলোচনা
----------------------//----------------------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র : ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র: ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল ? উত্তর সূত্র : ১) শিক্ষা প্রসারের আড়ালে খ্রিস্ট...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...