বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
নবম শ্রেণী, বিষয়-ইতিহাস
১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ৫ X ১ = ৫
i) ফ্রান্সে সম্পত্তি করতে বলা হত-a) গ্যাবেলা b) টাইদ
c) ভাটিয়েম d) টাইলে
ii) কোড নেপোলিয়ন-এ কতগুলি ধারা লিপিবন্ধ হয়। -
(a) ২৪৮০ টি (b) ১৪৭৭
c) ২২৮৭ d) ২৫৮৭
iii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন -
a) রুশো b) ভলতোয়ার
c) নিদেরো d) মস্তেকু
iv) পা দুয়ার ঘোষণাপত্র জারি করেন
a) রাশিয়া b) ইংল্যান্ড
c) অস্ট্রিয়া d) প্রশিয়া
v) ফ্রান্সে ডাইরেকটরীয় শাসন আরম্ভ হয় -
a) ১৭৮৯ b) ১৭৯১
c) ১৭৯৩ d) ১৭৯৫
২) সত্য মিথ্যা নির্ণয় কর
i) ষোড়শ লুই এর আমলে ফরাসি বিপ্লব হয়।ii) রোবস পিয়ার ছিলেন ফিরস্তিন দলনেতা।
iii) আলেকজাণ্ডারকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।
iv) লাইপ জিগের যুদ্ধ হয় ১৮১৫ সালে।
(iv) ডি ডে হল ১৯৪৪ সালের ৫ ই জুন।
৩) একটি বাক্যে উত্তর দাও :
i) ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী? ii) 'আমার পরে আসবে প্লাবন' - কে বলেছেন?
iii) টিলসিটের সন্ধি করে সাক্ষরিত হয়?
iii) টিলসিটের সন্ধি করে সাক্ষরিত হয়?
iv) ইউটোপিয়া গ্রন্থের লেখক কে ছিলেন?
v) 'কমিউনিষ্ট ম্যানিফেস্টো' রচিত হয় কত সালে ?
(ii) শিল্প বিপ্লবের ফলে সমাজে_________ নামে একটি নতুন শ্রেণির জন্ম হয়।
iii) ভাসাই সন্ধি সাক্ষরিত হয় __________ সালে।
v) 'কমিউনিষ্ট ম্যানিফেস্টো' রচিত হয় কত সালে ?
8) শূন্যস্থান পূরণ কর :
i) ভ্রান্ত রাজনীতির জাদুঘর বলা হয় ____________।(ii) শিল্প বিপ্লবের ফলে সমাজে_________ নামে একটি নতুন শ্রেণির জন্ম হয়।
iii) ভাসাই সন্ধি সাক্ষরিত হয় __________ সালে।
iv) ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন __________।
v) ___________ ছিলেন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক।
৫) দুই-তিনটি বাক্যে উত্তর দাও। ২ X ১১=২২
i) ষোড়শ লুইয়ের চারজন অর্থমন্ত্রীর নাম লেখ।
ii) সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝ ?
iii) শিল্প বিপ্লবের ২টি মৌলিক বৈশিষ্ট্য লেখ।
iv) ঠাণ্ডা লড়াই বলতে কী বোঝ ?
v) 'ক্যাশ অ্যাণ্ড ক্যারি' ( Cash and Carry) কী?
vi) কবে কোথায় নেপোলিয়ন জন্মগ্রহণ করেন ?
vii) ফ্যাক্টরি প্রথা কি?
viii) প্যারি কমিউন বলতে কী বোঝ?
ix) উপনিবেশবাদ বলতে কি বোঝ?
x) এপ্রিল থিসিস কে, কী উদ্দেশ্যে ঘোষণা করেন ?
xi) জাতি সংঘের প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দো দফা শর্তের কী ভূমিকা ছিল
xii) কীভাবে জাতিসংঘ বা লিগ অব নেশনস-এর আত্মপ্রকাশ ঘটে?
৬) সাত-আটটি বাক্যে উত্তর লেখো : ৪X১০=80
i) বিপ্লব পূর্বে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও।
ii) টেনিস কোর্টের শপথ ও তার গুরুত্ব লেখো।
iii) কোড নেপোলিয়নের ওপর টীকা লেখো।
iv) ভিয়েনা সম্মেলনের পটভূমি লেখো। এই সম্মেলনের উদ্দেশ্য কী ছিল?
v) ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব আলোচনা কর।
vi) “ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন” এই উক্তির যথার্থতা উল্লেখ করো।
vii) 1917 খ্রীঃ রুশ বিপ্লবের বা বলশেভিক বিপ্লবের পটভূমি লেখো।
viii) টীকা লেখো : অপারেশন বারবারোসা।
ix) ইঙ্গ ফরাসি তোষণ নীতি বলতে কী বোঝ?
x ) জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের তুলনা করো।
৭) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ৮ X ১ = ৮
i) বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব অ্যালোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ি
ii) ইটালিতে ফ্যাসিবাদী শক্তি এবং জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা করো।
iii) মেটারনিখ ব্যবস্থার পরিচয় দাও। মেটারনিখ ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন