সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক। ইতিহাস নির্বাচনী পরীক্ষা - ২০২৪

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০২৪

HISTORY TEST QUESTION PAPER FOR HS EXAM
দ্বাদশ শ্রেণির ইতিহাস পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন 

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল

নির্বাচনী পরীক্ষা - ২০২৪ (উচ্চমাধ্যমিক) । বিষয় : ইতিহাস
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান : ৮০
(উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠক্রম অনুসারে)

(১) বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি বেছে লেখ। ১ x ২৪ = ২৪

১) ‘টম থাম্বের কাহিনি’-এর লেখক কে?
ক) জে এফ বিয়ারলেইন খ) ডব্লিউ গ্রিম গ) হেরোডোটাস ঘ) রিচার্ড জনসন
২) মান্না দে-র স্মৃতিকথার নাম -
ক) জীবনের জলসাঘর খ) একাত্তরের ডাইরি গ) সেদিনের কথা ঘ) আমি সূর্য সেনের শিষ্যা
৩) ভাস্কো-দা-গামা ছিলেন -
ক) পর্তুগিজ নাবিক খ) ইংরেজ নাবিক গ) ফরাসি নাবিক ঘ) ওলন্দাজ নাবিক
৪) ‘সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ - বলেছেন,
ক) লর্ড অ্যাক্টন খ) অ্যাডম স্মিথ গ) জে এ হবসন ঘ) ভি আই লেনিন
৫) ‘অন্ধকুপ হত্যা’য় কতজন মারা গিয়েছিলেন বলে ইংরেজ ঐতিহাসিকরা দাবি করেন?
ক) ১৪৬ জন খ) ১২৩ জন গ) ১২০ জন ঘ) ১০১ জন
৬) ‘দস্তক’ প্রদান করেছিলেন -
ক) সম্রাট ফারুক শিয়ার খ) সুজাউদ্দিন গ) মুর্শিদকুলি খাঁ ঘ) আলিবর্দি খাঁ
৭) ইংরেজরা বাংলার ‘কিং মেকার’ হয়েছিল -
ক) পলাশীর যুদ্ধের ফলে খ) বক্সার যুদ্ধের ফলে গ) বিদারার যুদ্ধের ফলে ঘ) উদয়নালার যুদ্ধের ফলে।
৮) ‘পিটের ভারত শাসন’ আইন চালু হয়-
ক) ১৭৮৪ সালে খ) ১৭৯৩ সালে গ) ১৮৫৮ সালে ঘ) ১৮৬১ সালে
৯) ‘মেকলে মিনিটস’ পেশ করা হয় -
ক) লর্ড বেন্টিংকের কাছে, খ) লর্ড আমহার্স্টের কাছে গ) ওয়ারেন হেস্টিংকের কাছে ঘ) লর্ড রিপনের কাছে
১০) ‘যাঁর মনীষা প্রাচীন ঋষিদের মতো, …’ – বিদ্যাসাগর সম্পর্কে একথা কে বলেছেন :
ক) রামকৃষ্ণ, খ) বিবেকানন্দ গ) মাইকেল মধুসুদন ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১১) শ্রী নারায়ণ গুরু যে সম্প্রদায়ের মানুষ ছিলেন -
ক) হরিজন খ) চণ্ডাল গ) কাকাতিয়া ঘ) এজহারা
১২) সাউকার হল -
ক) ভুমি-রাজস্ব আদায়কারী খ) সুদখোর মহাজন, গ) কৃষিজীবী, ঘ) ধনী কৃষক।
১৩) স্তম্ভ 'ক'এর সাথে স্তম্ভ 'খ' মিলিয়ে সঠিক বিকল্পটি লেখ।

স্তম্ভ 'ক'


স্তম্ভ 'খ'

i

মর্লে-মিন্টো সংস্কার

A

১৯২৯

ii

ভারত শাসন আইন

B

১৯১৯

iii

রাউলাট আইন

C

১৯০৯

iv

মিরাট ষড়যন্ত্র মামলা

D

১৯৩৫


বিকল্পসমূহ

ক) (i) - (b), (ii) - (d), (iii) - (a), (iv) - (c)
খ ) (i) - (d), (ii) - (a), (iii) - (b), (iv) - (c)
গ ) (i) - (c), (ii) - (d), (iii) - (b), (iv) - (a)
ঘ ) (i) - (a), (ii) - (c), (iii) - (b), (iv) - (d)

১৪) ‘বিভাজন ও শাসননীতি’ সর্বপ্রথম প্রয়োগ করেন -
ক) জন লরেন্স খ) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস গ) লিননিথগো ঘ) মহম্মদ আলী জিন্নাহ
১৫) বারদৌলি সত্যাগ্রহ এর সঙ্গে কোন নেতার নাম জড়িয়ে -
ক) সর্বপল্লী রাধাকৃষ্ণন খ) হরিবিষ্ণ কামাথ গ) গান্ধিজি ঘ) বল্লভ ভাই প্যাটেল
১৬) ‘আগস্ত প্রস্তাব’ জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করে -
ক) ১৯৪০ সালের ৮ আগস্ট খ) ১৯৪১ সালের ২২ জুন গ) ১৯৪২ সালের ৮ মার্চ ঘ) ১৯৪২ সালের ২৯ মার্চ
১৭) ‘দিল্লি চলো’ স্লোগান সুভাচন্দ্র দিয়েছিলেন -
ক) রেঙ্গুন থেকে খ) কোহিমা থেকে গ) পোর্ট ব্লেয়ার থেকে ঘ) টোকিও থেকে
১৮) ‘দেশভাগ হল এক দৈবদুর্বিপাক’ - বলেছিলেন –
ক) গান্ধিজি খ) জহরলাল নেহেরু গ) জিন্না ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
১৯) ‘SEATO’র সঙ্গে কোন দেশ যুক্ত নয় –
ক) জাপান খ) ফ্রান্স গ) আমেরিকা ঘ) ইংল্যান্ড
২০) মার্শাল টিটো কোন দেশের প্রধান ছিলেন?
ক) মিশর খ) ইরাক গ) লিবিয়া ঘ) যুগোস্লাভিয়া
২১) স্তম্ভ 'ক'এর সাথে স্তম্ভ 'খ' মিলিয়ে সঠিক বিকল্পটি লেখ।

উপনিবেশগুলোর স্বাধীনতা লাভ করে

i

পাকিস্তান

A

১৯৪৯

ii

মায়ানমার

B

১৯৪৬

iii

সিরিয়া

C

১৯৪৭

iv

ইন্দোনেশিয়া 

D

১৯৪৮


বিকল্প সমূহ

ক) (i) - a (ii) - b (iii) - c (iv) d
খ) (i) - b (ii) - a (iii) - d (iv) c
গ) (i) - d (ii) - c (iii) - b (iv) - a
ঘ) (i) - c (ii) - d (iii) - b (iv) - a

২২) ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতার নাম -
ক) শেখ মুজিবর রহমান খ) ড. সুকর্ণ গ) ইয়াহিয়া খান ঘ) বেন বেল্লা

২৩) ‘নেহেরু-মহলানবিশ মডেল’ গড়ে ওঠে -
ক) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খ) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

২৪) ‘ভারতে মহাকাশ কর্মসূচির জনক’ বলা হয় -
ক) এ পি জে আব্দুল কালাম খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ গ) ড. বিক্রম সারাভাইকে ঘ) হোমি জাহাঙ্গির ভাবা

(২) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ১ x ১৬ = ১৬

১) উপনিবেশবাদ বলতে কী বোঝো? অথবা ভৌমিক সাম্রাজ্যবাদ কী?
২) ‘শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা’র কথা বলেছেন এমন একজন লেখকের নাম লেখ।
৩) ‘ঔপনিবেশিক আধুনিকীকরণ’ কী?
৪) ‘রায়তওয়ারি বন্দোবস্ত’- এর জনক কে?
৫) ‘ক্যান্টন বাণিজ্য প্রথা’ কী? অথবা, বক্সার প্রটোকল কী?
৬) ‘মেকলে মিনিটে’র বিষয়বস্তু কী?
৭) ‘পতিদার’ কাদের বলা হয়? এদের উপাধি কি ছিল?
৮) ‘মুসলিম সমাজের রামমোহন’ কাকে বলা হয়? অথবা চিনে ‘দ্বিতীয় বিপ্লবে’র ডাক দেন কে?
৯) ‘মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন’ অন্য কী নামে পরিচিত?
১০) ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ কী? অথবা ‘স্বত্ববিলোপ নীতি’র মুল কথা কী ছিল?
১১) ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ কে লিখেছেন?
১২) ‘পূর্ব এশিয়ার নতুন বিধান' - এর মূল কথা কী ছিল? অথবা ‘দিয়েন বিয়েন ফু’ কী?
১৩) ‘ঠান্ডা লড়াই’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
১৪) ‘ট্রুম্যান নীতি’র উদ্দেশ্য কী ছিল? অথবা ‘তেল কূটনীতি’ কী?
১৫) ‘তৃতীয় বিশ্ব’ বলতে কী বোঝো?
১৬) ইন্দোনেশিয়া কত সালে কার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে? অথবা সার্কের পুরো নাম লেখো।

৩) যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও(প্রতি বিভাগ থেকে ন্যূনতম ২ টি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৮ x ৫ = ৪০

বিভাগ - ক

(১) লোককথা ও মৌখিক স্মৃতিকথা বলতে কী বোঝ? ইতিহাসের উপাদান হিসাবে এদের গুরুত্ব কী?। ৩+৫ = ৮
অথবা,
উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ব আলোচনা করো।
২) জাদুঘর কী? জাদুঘরের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা করো। অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসাবে জাদুঘর ১+৩+৪ = ৮
(৩) রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। (৪+৪=৮)
অথবা
চিনে ‘নজরানা ব্যবস্থা’ বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৩+৫=৮
৪) ‘ইয়ং বেঙ্গল আন্দোলন’ কী? উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে ভারতীয় সমাজে কী ধরণের পরিবর্তন ও রূপান্তর (ফলাফল) দেখা দেয় সংক্ষেপে লেখ।

খ বিভাগ :

(৫) কোন পরিস্থিতিতে ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? - ৪+৪=৮
অথবা,
‘অধীনতামূলক মিত্রতানীতি’ ও ‘স্বত্ববিলোপ নীতি’ কী? ব্রিটিশ অধিপত্য বিস্তারে এই দুই নীতির প্রভাব কতটা ছিল?
(৬) ‘মাউন্ট ব্যটন পরিকল্পনা’ কী? এই প্রস্তাবের কী প্রতিক্রিয়া হয়েছিল? এর গুরুত্ব লেখ। ২+ ৪+২ = ৮
(৭) ‘ঠান্ডা লড়াই’ বলতে কী বোঝ? বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বর্ননা করো। ৩+৫ = ৮
অথবা,
‘জোট নিরপেক্ষ নীতি’ কী? জোটনিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা ব্যাখ্যা করো। ৩+৫ = ৮
(৮) অব-উপনিবেশীকরণ কী? উপনিবেশবাদ অবসানের কারণ কী ছিল? - ৩+৫=৮
---------------//---------------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র : ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র: ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল ? উত্তর সূত্র : ১) শিক্ষা প্রসারের আড়ালে খ্রিস্ট ধর্মের প

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। অথবা, কোরীয় সংকটের কারণ ও ফলাফল আলোচনা কর। ৮ (৮

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কারসন যুক্ত ছিলেন - (ক) আঞ্চলিক ইতিহাসে (খ) নারীর ইতিহাসে (গ) পরিবেশের ইতিহাসে (ঘ) শহরের ইতিহাসে ১.২ বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শ

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৮

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৮ ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট               পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । (  প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )  ৫ x ৮ = ৪০ (১) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কী? এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ।  ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী ছিল? উপনিবেশগুলির ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা কর। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধের পটভূমি উল্লেখ করে ভারতের ইতিহাসে এর গুরুত্ব ব্যাখ্যা কর। ৮ অথবা, চিনের উপর অসম চুক্তির পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ : (৫) মিরাট ষড়যন্ত্র মামলা কী? এই মামলার পটভূমি, ফলাফল ও গুরুত্ব ব্যাখ্যা কর। ২+৩+৩ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। অথবা, কোরীয় সংকটের কারণ ও ফলাফল আলোচন

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়–