সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দশম শ্রেণি। ইতিহাস। দ্বিতীয় অভিক্ষা - ২০২৫

দশম শ্রেণি। ইতিহাস। দ্বিতীয় অভিক্ষা - ২০২৫ দশম শ্রেণি। ইতিহাস। দ্বিতীয় অভিক্ষা - ২০২৫ বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল ইতিহাস / দশম শ্রেণি / দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন / ২০২৫ পূর্ণমান - ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করো। ১ x ১০ = ১০ ১.১. ‘বাংলার প্রথম মুকুটহীন রাজা’ — ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) বীর সভারকার গ) কালীপ্রসন্ন সিংহ ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । ১.২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরেছিলেন?  ক) আনন্দমঠ খ) দুর্গেশনন্দিনী গ) দেবী চৌধুরানী ঘ) কপালকুণ্ডলা ১.৩. ‘আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক — ক) চন্ডী লাহিড়ী খ) যতীন্দ্রনাথ সেন গ) গগনেন্দ্রনাথ ঠাকুর ঘ) দেবাশীষ দেব ১.৪. ‘আধুনিক ছাপাখানার জনক’ বলা হয় কাকে? - ক) ইয়োহানেস গুটেনবার্গ খ) চার্লস উইলকিনস গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ঘ) পঞ্চানন কর্মকার ১.৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী হল — ক) আলালের ঘরের দুলাল খ) আমার জীবন গ) জীবনের ঝরা পাতা, ঘ) জীবনস্...

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার। টেস্ট - ২০২৫ দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল [ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬ ১) আল বিরুনি ভারতে ছিলেন — A) দশ বছর, B) ১২ বছর  C) ১৩ বছর , D) ১৭ বছর  ২) সুলতান মাহমুদের সেনাবাহিনীতে আল বিরুনী যে সৈন্যদের উল্লেখ করেছেন — A) কন্নড় সৈন্য , B) রাজপুত সৈন্য  C) মারাঠি সৈন্য, D) বিহারী সৈন্য ৩) আব্দুর রাজ্জাকের মতে, বিজয়নগর রাজ্য বন্দর ছিল — A) ২০০ টি, B) ২৫০ টি C) ৩০০ টি , D) ৪০০ টি ৪) দোঁহা রচনা করেন — A) আকবর, B) কবীর C) মীরাবাঈ, D) রামানন্দ ৫) সূফী সাধকের আশ্রমকে বলা হত — A) খানকাহ , B) মাদ্রাসা  C) মক্তব, D) মসজিদ  ৬) বাহমনিদের সময়ে বেমানান স্থাপত্যটি হল — A) গোয়ালিয়ার দুর্গ, B) নিবগুলা দুর্গ  C) গুলবর্গা প্রাসাদ, D) আদিনা মসজিদ ৭) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় — A)  ১৩৩৬ সালে,  B) ১৩৪৬ সালে  C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে  ৮) হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন — A) শামসুদ্দিন ইলিয়াস শাহ, B) নাসির উদ্দিন মাহমুদ শাহ  C) শামসুদ...
---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------