সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2024 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২৪

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২৪ History Frist Unit Test 2024 সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর:                     ১x১০ = ১০ ১.১ 'হিস্টোরিয়া' কথার অর্থ হল? - ক) অনুসন্ধান                                                        খ) জ্ঞান গ) বিজ্ঞান                                                            ঘ) অতীতের কাহিনি। ১.২) সাধারণ মানুষের কথা জানা যায় - ক) নিম্নবর্গের ইতিহাস থেকে ,                     খ) খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে,  গ) খেলার ইতিহাস থেকে,                             ঘ) জাতিয়তাবাদী ইতিহাস থেকে। ১.৩) 'নর্মদা বাঁচাও আন্দোলন' কোন ইতিহাসের অন্তর্গত? - ক) নারীর ইতিহাস,                                         খ) শিল্পচর্চার ইতিহাস,  গ) পরিবেশের ইতিহাস ,                                 ঘ) শহরের ইতিহাস। ১.৪) 'হুতুম প্যাঁচার নক্সা'র বিষয়বস্তু ছিল - ক) নীল চাষিদের জীবন জীবিকা,              খ) কলকাতার ভন্ড স্মাজপতিদের জীবনযাত্রা ,  গ) গ্রামীণ কৃষিজীবী মানুষের সমস্যা ,      ঘ) নারী সমাজের সমস্যা ১.৫) ড্রিঙ্কও

মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস

মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস (নবম শ্রেণি) মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস বিভাগ-ক 1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১ x ১০ = ১০ (i) 'আমিই রাষ্ট্র'-ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উদ্ভিটিতে ফুটে ওঠে- (a) গণতন্ত্রের ধারণা, (b) স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা,  (c) প্রজাতন্ত্রের ধারণা, (d) সামন্ততন্ত্রের ধারণা। (ii) ফ্রান্সকে 'আন্ত অর্থনীতির জাদুঘর' বলে মন্তব্য করেছিলেন  (a) ভলতেয়ার, (b) নেকার,  (c) ষোড়শ লুই, (d) অ্যাডাম স্মিথ। (iii) থার্ড এস্টেটের প্রতিনিধিয়া দাবি করেছিল  (a) সাঁকুলোৎদের ভোটাধিকার, (b) সমস্ত জনগণের ভোটাধিকার, (c) গার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার, (d) নারীদের ভোটাধিকার। (iv) বাজিল দুর্গের পতন হয়েছিল  (a) ১৪ জুলাই, ১৭৮৯, (b) ২০ জুন, ১৭৮৯,  (c) ৫ মে,১৭৮৯, (d) ২৬ জুলাই, ১৭৯৪। (v) ফরাসি চার্চ আদায় করত  (a) গ্যাবেল, (b) টেইলি,  (c) করভি, (d) টাইল। (vi) ১৮০৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন-  (a) ষোড়শ লুই, (b) রোধসপিয়র,  (c) নেপোলিয়ন বোনাপার্ট, (d) লাফায়েৎ। (vii) ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন  (a) নেপোলিয়ন বোনাপার্ট, (b) তু

একাদশ শ্রেণি। ইতিহাস। বার্ষিক পরীক্ষা - ২০২৪

HIGHER SECONDARY EXAMINATION-2024 বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল একাদশ শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষা - ২০২৪ Time: 3 hours 15 minutes Group-A Full Marks - ৮০ ১. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। (i) 'ইন্ডিকার' লেখক হলেন - (a) মেগাস্থিনিস , (b) কৌটিল্য, (c) কালিদাস, (d) সন্ধ্যাকর নন্দী। (ii) 'প্রায় ইতিহাস' শব্দটির অর্থ হল- (a) ইতিহাসের আগের যুগ (b) ইতিহাসের পরের যুগ, (c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, (d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। (iii) আবুল ফজল রচিত গ্রন্থটির নাম হল- (১) তারিখ-ই-ফিরোজশাহি, (b) কিরান-উস-সাদাইন, (c) আকবরনামা , (d) বাদশাহনামা। ( iv) 'অরিজিন অব স্পিসিজ' রচনা করেন (a) কার্ল মার্কস, (b) মর্গান, (c) ডারউইন d) তুর্নাল (v) মিশরের সব থেকে বড়ো পিরামিড হল- (a) খুফুর, (b) নেফরার, (c) মেনকুরার, (d) রামেসিস-এর। (i) প্রাচীন গ্রিসের সমাজ বিভক্ত ছিল (১) দুটি স্তরে, (চ) তিনটি স্তরে, (c) চারটি স্তরে, (d) পাঁচটি স্তরে। (vi) জনপদগুলির উত্থান হয়- (১) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে , (b) খ্রিস্টপূর্ব ষষ্ঠদশ শতকে, (c) খ্রিস্টপূর্ব

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন (a) ব্রিটিশরা                (b) ফরাসিরা (c) ওলন্দাজরা           (d) পর্তুগিজরা। (v) নবাবি আমলে বাংলার রাজধানী ছিল (a) ঢাকা                     (b) রাজশাহী (c) কলকাতা           d) মুর্শিদাবাদ । vi) স

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ Madhyamik History Question paper - 2024 Time-3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only) Full Marks 90 For Regular Candidates Full Marks-100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১.১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। (ক) শহরের ইতিহাসে (খ) স্থানীয় ইতিহাসে (গ) শিল্পচর্চার ইতিহাসেঘ ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে ১.২ 'নদীয়া কাহিনী' গ্রন্থটি রচনা ক