বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল ( উচ্চ মাধ্যমিক) প্রথম অভিক্ষা ২০১৭ ইতিহাস , নবম শ্রেণি , পূর্ণমান –৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ রোম সাম্রাজ্যের পতন হয় – অ) ৪৭৬, আ) ১৪৫৩, ই) ৮০০, ই) ১৪৭৩ ১.২ ‘মোজেস’ কার আঁকা ছবি – অ) লিওনার্দো দ্য ভিঞ্চি, আ) রাফায়েল, ই) ব্রামোন্টো, ই) মাইকেল এঞ্জেলো ১.৩ ফরাসি চার্চকে দেয় করকে বলা হত – অ) করভি, আ) সেন্স, ই) টাইথ, ঈ) ক্যাপিটেশন। ১.৪ কত সালে বাস্তিল দুর্গের পতন হয় –অ) ১৬১৪, আ) ১৬১৫, ই) ১৭১৬, ঈ) ১৭৮৯ । ১.৫ ‘আমি বিপ্লবের সন্তান’ – এ কথা কে বলেছেন – অ) চতুর্দশ লুই, আ) পঞ্চদশ লুই, ই) ষোড়শ লুই, ঈ) নেপোলিয়ন । ১.৬ নেপোলিয়ন কত সালে প্রথম কনসাল নির্বাচিত হন – অ) ১৯৯৯ সালে, আ) ১৭৯৯সালে, ই) ১৮০৮ সালে, ঈ) ১৮১৫ সালে। ১.৭ কোন দেশে প্রথম বারুদের আবিষ্কার হয় – অ) ফ্রান্সে, আ) চিনে, ই) ইংল্যান্ডে, ঈ) রাশিয়ায় ১.৮ ‘দোলকের সূত্র’ আবিষ্কার করেছিলেন – অ) কেপলার, আ) গ্যালিলিও, ই) কোপারনিকাস, ঈ) নিউটন ১.৯ কোন যুদ্ধকে ‘জাতিসমুহের যুদ্ধ’ হিসাবে উল্লেখ করা হয় – অ) স্যাডোয়ার যুদ্ধ, আ) সেডানের যুদ্ধ, ই) ফ্রিডল্যান্ডের যুদ্ধ, ঈ) লাইপজিগের...