সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2022 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশ শ্রেণি। ইতিহাস। অর্ধবার্ষিক পরীক্ষা - ২০২২

  বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০২২ একাদশ শ্রেণি, বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০ বিভাগ ‘ক’ ১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২ ১.১ 'ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান - তার কিছুমাত্র বেশি বা কম নয়' - বলেছেন ক) বিউরি খ) ই এইচ কার গ) র‍্যাঙ্কে ঘ) হেনরি পিরেন। ১.২ চিনের পৌরাণিক কাহিনি অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হলেন - ক) সুইজেন খ) ফু সি গ) পান-কু ঘ) শেন নুং। ১.৩ নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন – ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) পার্থ চট্টোপাধ্যায়। বিকল্প সমূহঃ ১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল  ২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল ৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল ৪) ক,ঘ সঠিক এবং খ,গ ভুল। ১.৪ পৃথিবীর গঠনগত চরিত্র ও প্রাণের বিকাশ লক্ষ্য করে পৃথিবীর সময়কালকে কয়ভাগে ভাগ করা হয়? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে । ১.৫ কৃষিকাজের কৌশল আবিষ্কার হয় – ক) নব্য প্রস্তর যুগে খ)  মধ্য প্রস্তর যুগে গ) প্রাচীন প্রস্তর যুগে ঘ) তাম্র-প্রস্তর যুগে। ১.৬) কোন বিষয়কে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলে অবিহিত করা হয়? ক) মৃৎশিল্পের অগ্রগতিকে

নবম শ্রেণি। ইতিহাস। তৃতীয় পর্যায়ক্রমিক অভীক্ষা। ২০২২

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল ( উচ্চমাধ্যমিক ) তৃতীয় পর্যায়ক্রমিক অভীক্ষা- ২০২২ নবম শ্রেণি। ইতিহাস। পূর্ণমান - ৯০। সময় - ৩ ঘন্টা ১৫ মি: ১) সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ x ৫ = ৫ i) ‘আমিই রাষ্ট্র’ - কে বলেছেন?- ক) ত্রয়োদশ লুই খ) চতুর্দশ লুই গ) পঞ্চদশ লুই ঘ) ষোড়শ লুই । ii) 'কোড নেপোলিয়ন'-এ কতগুলি ধারা লিপিবদ্ধ হয়?- ক) ২৪৮০ টি খ) ১৪৭৭ টি গ) ২২৮৭ টি ঘ) ২৫৮৭ টি। iii) ভিয়েনা সম্মেলন কত সালে হয়? ক) ১৮১৫ খ) ১৮৪৮ গ) ১৮৩০ ঘ) ১৮৬২। iv) 'শিল্পবিপ্লব' কথাটির অর্থ কী - ক) শিল্পের  উৎপাদন ক্ষেত্রে আমুল পরিবর্তন খ) আমুল পরিবর্তন গ) পরিবর্তন ঘ) শিল্পের পরিবর্তন। v) কাকে রাশিয়ার 'মুক্তিদাতা জার' বলা হয় - ক) চতুর্থ আইভানকে খ) মিরকে গ) পিটার দ্য গ্রেটকে ঘ) দ্বিতীয় আলেকজান্ডারকে । ২) সত্য / মিথ্যা নির্নয় কর। ১ x ৫ = ৫ i) 'ইল দুচে' হিটলারের উপাধি। ii) রাশিয়ায় ১৯১৭ সালে রুশ বিপ্লবের নেতৃত্ব দেন মেনশেভিক দল। iii) বিসমার্ক জার্মানির মানুষ ছিলেন।  iv) 'ডি ডে' হল ১৯৪৪ সালের ৫ই জুন।  v) সুয়েজ খাল খনন করা হয়েছিল ভূমধ্যসাগর ও লোহিতসাগরের মধ্যে যোগাযোগ করার জন্য।  ৩) একটি

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০২৩

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা.) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ ( উচ্চমাধ্যমিক ) । বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট               পূর্ণমান : ৮০ (উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠক্রম অনুসারে) PART - A  যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও(প্রতি বিভাগ থেকে ন্যূনতম ২ টি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৮ x ৫ = ৪০ বিভাগ - ক (১) লোককথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝ? ইতিহাসের উপাদান হিসাবে এদের গুরুত্ব কী?। ৩+৫ = ৮ ২) ঔপনিবেশিক সমাজে ( রাষ্ট্রে ) জাতিগত সমস্যা (বৈষম্য / প্রশ্ন) বলতে কী বোঝ? ঔপনিবেশিক রাষ্ট্রে এই সমস্যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব (ফ্লাফ্ল/গুরুত্ব) আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। (৪+৪=৮) অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৩+৫=৮ ৪) ইয়ং বেঙ্গল আন্দোলন কী? উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে ভারতীয় সমাজে কী ধরণের পরিবর্তন ও রূপান্তর (ফলাফল) দেখা দেয় সংক্ষেপে লেখ। খ বিভাগ : (৫) ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলি ও গুরুত্ব আলোচনা করো। - ৪+৪=৮ (৬) মাউন্ট ব্যটন পরিকল্পনা কী?

মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - ২০২৩

মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - ২০২২ - ২০২৩ বিষয় : ইতিহাস সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট                                       পূর্ণমান - ৯০ (First 15 minutes for reading the question paper only) Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for the spelling mistakes, untidiness and bad handwriting. [Groups ‘A’ to ‘E’ are common for both Regular and External Candidates. Group ‘F’ is meant only for External Candidates.] (All questions of Group ‘A’ are compulsory. Candidates should follow the alternative questions as per directive in Group ‘B’. Others will attempt map pointing.) বিভাগ - ক  ১) সঠিক উত্তরটি বেছে নাও। ১ x ২০ = ২০ ১.১) ‘ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবর্তক কে ছিলেন ? ক) রণজিৎ গুহ খ) সুমিত সরকার গ) রোমিলা থাপার ঘ) গৌতম ভদ্র ১.২) ‘সংস্কৃতির শহর’ নামে পরিচিত - ক ) বারাণসী খ) দিল্লি গ) লখনৌ ঘ) কলকাতা ১.৩) ‘জীবনের জলসাঘর’ কার লেখা? ক) মান্না দে খ) সত্যজিৎ রায় গ) সন্ধ্যা মুখোপাধ্যায় ঘ) হেমন্ত মুখোপাধ্যায় ১.৪) ‘মেকলে মিনিটস’ কোন বিষয়

দশম শ্রেণি / ইতিহাস / দ্বিতীয় অভিক্ষা / ২০২২

বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল ইতিহাস / দশম শ্রেণি / দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন / ২০২২ পূর্ণমান - ৪০ ক বিভাগ ১. সঠিক উত্তর নির্বাচন করো।                                                    ১ x ১০ = ১০ ১.১. 'এনফিল্ড রাইফেল' কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত? ক) মহাবিদ্রোহ খ) কোল বিদ্রোহ গ) সাঁওতাল বিদ্রোহ ঘ) নীল বিদ্রোহ   ১.২. 'ভারতসভা' কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৬৭                খ) ১৮৭২                গ) ১৮৭৫                ঘ) ১৮৭৬   ১.৩. 'ভাারতীয় জাতীয়তাবাদের জনক' বলা হয় - ক) স্বামী বিবেকানন্দকে খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে অবনীন্দ্রনাথ ঠাকুরকে   ১.৪. ছাপাখানার জনক বলা হয় - ক) জেমস অগাস্টাস হিকি খ) চার্লস উইলকিনস গ) জোহানেস গুটেনবার্গ ঘ) পঞ্চানন কর্মকার   ১.৫. পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন - ক) চন্দ্রশেখর ভেঙ্কট রমণ খ) মেঘনাথ সাহা গ) জগদীশচন্দ্র বসু ঘ) সত্যেন্দ্রনাথা বসু   ১.৬. 'প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার' বলা হয় - ক) শিবচন্দ্র নন্দি খ) গোলকচন্দ্র গ) তারকনাথ পালিত ঘ) মহেন্দ্রলাল সরকার   ১.৭. 'হিতৈষী তহবিল'

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২২

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২ সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০ ১.১ রামচন্দ্র গুহ কীজন্য খ্যাতিলাভ করেছেন? - ক) খেলার ইতিহাসের জন্য খ) খাদ্যাভ্যাসের ইতিহাসের জন্য গ) শিল্পচর্চার ইতিহাসের জন্য ঘ) নারী ইতিহাসের জন্য। ১.২) কাওয়ালির জনক হলেন - ক) আমির খসরু , খ) মিঞা গোলাম নবি, গ) রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ) হরিশ ভিমানি। ১.৩) হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন - ক) হরিশচন্দ্র বন্দোপাধ্যায়, খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, গ) হরিশচন্দ্র গঙ্গপাধ্যায়, ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় । ১.৪) 'চুঁইয়ে পড়া নীতি'র প্রবর্তক - ক) এইচ টি প্রিন্সেপ, খ) কোলব্রুক, গ) টমাস ব্যাবিংটন মেকলে , ঘ) উইলসন ১.৫) নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা হলেন - ক) রামমোহন, খ) ডিরজিও , গ) বিদ্যাসাগর, ঘ) রামতনু লাহিড়ী। ১.৬) ‘যত মত তত পথ’ কথাটি বলেছেন - ক) লালন ফকির, খ) শ্রীরামকৃষ্ণ , গ) স্বামী বিবেকানন্দ, ঘ) বসন্তকুমার পাল ১.৭) বিপ্লব কথার অর্থ হল - ক) বিদ্রোহ, খ) অভ্যুত্থান, গ) আমূল পরিবর্তন , ঘ) বিশৃঙ্খলা। ১.৮) ভারতে ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাত

ইতিহাস । একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মকটেস্ট - ০১

এই পর্বের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর পেতে 👉 এখানে ক্লিক করো  এখানে ক্লিক করো আরও মকটেস্ট 👉 এখানে ক্লিক করো 

ইতিহাস প্রশ্ন ও উত্তর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক)

ইতিহাস বই ঃ QUESTION BANK এর প্রশ্নগুলোর উত্তর পেতে 'ইতিহাস বই ঃ নবম থেকে বিএ' ওয়েবসাইট ভিজিট করো। ওখানে প্রায় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে।  'ইতিহাস বই 'তে যেতে 'ইতিহাস বই' মেনুতে ক্লিক করো এবং ক্লাস অনুযায়ী উত্তর সংগ্রহ করো। অথবা নিচের লিঙ্কে ক্লিক করে মুল ইতিহাস বইতে যাও । ইতিহাস বই ঃ নবম - বিএ নবম শ্রেণির প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো । দশম শ্রেণির প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো । একাদশ শ্রেণির প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো । দ্বাদশ শ্রেণির প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো । বিএ ইতিহাস, অনার্স ও পাশ - এখানে ক্লিক করো

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর :