সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০২৩

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা.)

নির্বাচনী পরীক্ষা - ২০২৩ (উচ্চমাধ্যমিক) । বিষয় : ইতিহাস

সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট              পূর্ণমান : ৮০

(উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠক্রম অনুসারে)


PART - A 


যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও(প্রতি বিভাগ থেকে ন্যূনতম ২ টি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৮ x ৫ = ৪০

বিভাগ - ক
(১) লোককথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝ? ইতিহাসের উপাদান হিসাবে এদের গুরুত্ব কী?। ৩+৫ = ৮
২) ঔপনিবেশিক সমাজে ( রাষ্ট্রে ) জাতিগত সমস্যা (বৈষম্য / প্রশ্ন) বলতে কী বোঝ? ঔপনিবেশিক রাষ্ট্রে এই সমস্যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব (ফ্লাফ্ল/গুরুত্ব) আলোচনা করো। ৪+৪ = ৮
(৩) রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। (৪+৪=৮)
অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৩+৫=৮
৪) ইয়ং বেঙ্গল আন্দোলন কী? উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে ভারতীয় সমাজে কী ধরণের পরিবর্তন ও রূপান্তর (ফলাফল) দেখা দেয় সংক্ষেপে লেখ।

খ বিভাগ :
(৫) ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলি ও গুরুত্ব আলোচনা করো। - ৪+৪=৮
(৬) মাউন্ট ব্যটন পরিকল্পনা কী? এই প্রস্তাবের কী প্রতিক্রিয়া হয়েছিল? এর গুরুত্ব লেখ। ২+ ৪+২ = ৮
(৭) ঠান্ডা লড়াই বলতে কী বোঝ? বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বর্ননা করো। ৩+৫ = ৮
অথবা, জোট নিরপেক্ষ নীতি কী? জোটনিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা ব্যাখ্যা করো। ৩+৫ = ৮
(৮) অব-উপনিবেশীকরণ কী? উপনিবেশবাদ অবসানের কারণ কী ছিল? - ৩+৫=৮

PART - B


(ক) বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি বেছে লেখ। ১ x ২৪ = ২৪
১) Parallel Myths এর লেখক কে?
ক) জে এফ বিয়ারলেইন খ) ডব্লিউ গ্রিম গ) হেরোডোটাস ঘ) ডডওয়েল
২) সর্বজনীন জাদুঘর বলা হয় -
ক) ব্রিটিশ মিউজিয়ামকে খ) লুভর মিউজিয়ামকে গ) রোমের মিউজিয়ামকে ঘ) ইন্ডিয়ান মিউজিয়ামকে
৩) ভৌমিক সাম্রাজ্যবাদ কার্যকর ছিল -
ক) ১৮১৫ সাল পর্জন্ত খ) ১৮২৫ সাল পর্যন্ত গ) ১৮৯৩সাল পর্যন্ত ঘ) ১৯১৪ সাল পর্যন্ত
৪) মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন -
ক) লর্ড অ্যাক্টন খ) অ্যাডম স্মিথ গ) জে এ হবসন ঘ) ভি আই লেনিন
৫) অন্ধকুপ হত্যায় কতজন মারা গিয়েছিলেন বলে ইংরেজ ঐতিহাসিকরা দাবি করেন?
ক) ১৪৬ জন খ) ১২৩ জন গ) ১২০ জন ঘ) ১০১ জন
৬) মোগল আমলে প্রাদেশিক শাসককে বলা হত -
ক) সুবাদার খ) দেওয়ান গ) নবাব ঘ) জায়গিরদার
৭) বক্সার বিদ্রোহ হয়েছিল -
ক) জাপানে খ) চিনে গ) বাংলাদেশে ঘ) রাশিয়ায়
৮) ভারতের মধ্যবিত্তদের ‘আধুনিক ভারতের স্রষ্টা’ বলেছেন -
ক) উইলিয়াম জোন্স খ) জোনাথান ডানকান গ) এ আর দেশাই ঘ) বিপান চন্দ্র
৯) ‘তিন আইন’ যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত -
ক) জনস্বাস্থ্য ও সংক্রামক ব্যাধি সংক্রান্ত, খ) কৃষক স্বার্থ সংক্রান্ত গ) নারীর মর্যাদা প্রতিষ্ঠা সংক্রান্ত ঘ) পাশ্চাত্য শিক্ষার প্রসার সংক্রান্ত
১০) ১৮৩৩ সালের পর ভারত থেকে ব্যপক সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিকের অভিপ্রয়াণ শুরু হয়, কারণ -
ক) ব্রিটিশ সরকার দারিদ্র দূরীকরণের কর্মসূচী নেয়, খ) ভারতের জনসংখ্যা বিপুল হারে বেড়ে যায় গ) ভারতীয় শ্রমিক সস্তা ছিল ঘ) ক্রীতদাস প্রথার অবসান ঘটলে ব্রিটিশ উপনিবেশগুলোতে শ্রমিকের সংকট দেখা দেয়।
১১) ভারত শাসন আইন ১৮৫৮ এর গুরুত্ব হল -
ক) ভারতীয়দের হাতে কিছু শাসনতান্ত্রিক ক্ষমতা দেওয়া হয় খ) আইন পরিষদে তিনজন ভারতীয়কে মনোনয়ন দেওয়া হয় গ) মুসলিম সম্প্রদায়ের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় ঘ) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়।
১২) রাউলাট আইনের প্রতিবাদে গ্রেপ্তার হন -
ক) জাফর আলী খান খ) সৈফুদ্দিন কিচলু, গ) গান্ধিজি ঘ) মুজাফফর আহমেদ।
১৩) স্তম্ভ 'ক'এর সাথে স্তম্ভ 'খ' মিলিয়ে সঠিক বিকল্পটি লেখ।

স্তম্ভ 'ক'


স্তম্ভ 'খ'

i

অধীনতামূলক মিত্রতা নীতি

A

ডালহৌসি

ii

স্বত্ববিলোপ নীতি

B

চার্চিল

iii

পোড়ামাটির নীতি

C

র‍্যামসে ম্যাকডোনাল

iv

সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি

D

লর্ড ওয়েলেসলি


বিকল্পসমূহ
ক) (i) - (b), (ii) - (d), (iii) - (a), (iv) - (c)
খ ) (i) - (d), (ii) - (a), (iii) - (b), (iv) - (c)
গ ) (i) - (b), (ii) - (c), (iii) - (a), (iv) - (d)
ঘ ) (i) - (a), (ii) - (c), (iii) - (b), (iv) - (d)

১৪) ‘আগস্ট প্রস্তাব’ ঘোষণা করেন -
ক) মহাত্মা গান্ধি খ) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস গ) লিননিথগো ঘ) মহম্মদ আলী জিন্নাহ
১৫) সুভাষচন্দ্র বসুকে সর্বপ্রথম ‘নেতাজি’ বলে সম্বোধন করে -
ক) সর্বপল্লী রাধাকৃষ্ণন খ) হরিবিষ্ণ কামাথ গ) হিটলার ঘ) ‘স্বাধীন ভারতীয় লিজন’ নামে এক সেনাদল
১৬) ‘রাজাজি সুত্র’ যে বিষয়কে সামনে রেখে ঘোষণা হয় -
ক) দেশ বিভাগ সংক্রান্ত খ) দেশকে অখন্ড রাখা সংক্রান্ত গ) ব্রিটিশদের ভারত ত্যাগ সংক্রান্ত ঘ) জিন্নাহের প্রত্যক্ষ সংগ্রাম সংক্রান্ত
১৭) ট্রুম্যান নীতি -
ক) রাজনীতি বিষয়ক ঘোষণা খ) অর্থনীতি বিষয়ক ঘোষণা গ) ধর্ম সংস্কার সংক্রান্ত ঘোষণা ঘ) সংস্কৃতি বিষয়ক ঘোষণা
১৮) মার্শাল টিটো কোন দেশের শাসক ছিলেন -
ক) বুলগেরিয়ার খ) হাঙ্গেরির গ) চেকোশ্লাভাকিয়ার ঘ) যুগোশ্লাভিয়ার
১৯) ‘দিয়েন-বিয়েন-ফু’র ঘটনার সঙ্গে কোন পাশ্চাত্য দেশ জড়িয়ে ছিল -
ক) ফ্রান্স খ) জার্মানি গ) আমেরিকা ঘ) ইংল্যান্ড
২০) কোন দেশটি ‘আরব লিগে’র সদস্য নয় -
ক) মিশর খ) ইরাক গ) লিবিয়া ঘ) তুরস্ক
২১) স্তম্ভ 'ক'এর সাথে স্তম্ভ 'খ' মিলিয়ে সঠিক বিকল্পটি লেখ।

উপনিবেশগুলোর স্বাধীনতা লাভ করে

i

ভারত

A

১৯৬৪

ii

সিংহল

B

১৯৫১

iii

লিবিয়া

C

১৯৪৭

iv

নিউজিল্যান্ড

D

১৯৪৮

বিকল্প সমূহ
ক) (i) - a (ii) - b (iii) - c (iv) d
খ) (i) - b (ii) - a (iii) - d (iv) c
গ) (i) - d (ii) - c (iii) - b (iv) - a
ঘ) (i) - c (ii) - d (iii) - b (iv) - a
২২) বঙ্গবন্ধু বলা হয় -
ক) শেখ মুজিবর রহমানকে খ) চিত্তরঞ্জন দাসকে গ) ইয়াহিয়া খানকে ঘ) তাজউদ্দিন আহমেদকে
২৩) ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্যোগ নেন -
ক) প্রশান্তচন্দ্র মহ্লানবিশ খ) জহরলাল নেহেরু গ) ইন্দিরা গান্ধি ঘ) বল্লভ ভাই প্যাটেল
২৪) ভারতে মহাকাশ কর্মসূচির জনক বলা হয় -
ক) এ পি জে আব্দুল কালাম খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ গ) ড. বিক্রম সারাভাইকে ঘ) হোমি জাহাঙ্গির ভাবা

(খ) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ১ x ১৬ = ১৬

১) উপনিবেশবাদ বলতে কী বোঝো? অথবা ভৌমিক সাম্রাজ্যবাদ কী?
২) ‘শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা’র কথা বলেছেন এমন একজন লেখকের নাম লেখ। তিনি কোন দেশের নাগরিক ছিলেন?
৩) ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলি কীভাবে চার্লস ডারউইনের ‘যোগ্যতমের উদবর্তন’ তত্ত্বকে ব্যাখ্যা করেছিলেন?

৪) ‘রায়তওয়ারি বন্দোবস্ত’ কী? এর জনক কে?
৫) কে কী উদ্দেশ্যে ‘চা কমিটি’ গঠন করেন? অথবা, টমাস ব্যাবিংটন মেকলে তাঁর মিনিটস-এ ভারতীয়দের কীভাবে ব্যাখ্যা করেছিলেন?

৬) কোন আইন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়?
৭) পতিদার কাদের বলা হয়? এদের উপাধি কি ছিল?
৮) ‘দিকু’ কাদের বলা হয়? অথবা ব্রিটিশ সরকার কোন আইন দ্বারা চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে?

৯) ‘মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন’ কবে পাস হয়? এই আইন অন্য কী নামে পরিচিত?
১০) ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ কী? অথবা ‘স্বত্ববিলোপ নীতি’র মুল কথা কী ছিল?

১১) ‘আগস্ট প্রস্তাব’ কী?
১২) ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া' - এই স্লোগান কোন দেশের? অথবা ক্যাপ্টেন মোহন সিং কে ছিলেন?

১৩) ‘ঠান্ডা লড়াই’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
১৪) ট্রুম্যান নীতির উদ্দেশ্য কী ছিল? অথবা তেল কূটনীতি কী?
১৫) ‘তৃতীয় বিশ্ব’ বলতে কী বোঝো?

১৬) ইন্দোনেশিয়া কত সালে কার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে? অথবা সার্কের পুরো নাম লেখো।
---------------//---------------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...