সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ. মা.)
নির্বাচনী পরীক্ষা - ২০১৯ ( মাধ্যমিক )
বিষয় : ইতিহাস
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট         পূর্ণমান : ৯০

বিভাগ - ( ক )
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×২০ = ২০
১.১ নতুন সামাজিক ইতিহাসে বলা হয়েছে
ক) রাজামহারাজাদের কথা কথা খ) প্রজাসাধারণের কথা গ) সাধারণ মানুষের কথা ঘ)  সমাজবিদ্যার কথা।
১.২ ভারতীয় চলচিত্রের জনক জনক বলা হয়
ক) হীরালাল সেনকে খ) ঋত্বিক ঘটককে গ) দাদাসাহেব ফালকে ঘ) সত্যজিৎ রায়কে রায়কে
১.৩ ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের সঙ্গে বেমানান নামটি হল
ক) রাজা রামমোহন রায়খ) কালীপ্রসন্ন সিংহ গ) ডেভিড হেয়ার ঘ) বেথুন
১.৪ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন
ক) ডেভিড হেয়ার খ) রামমোহন রায় গ) মধুসূদন দত্ত ঘ) জেমস লঙ।
১.৫ সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হল
ক) রেগুলেশন - XVII, খ) রেগুলেশন - XVI, গ) রেগুলেশন - XV, ঘ) রেগুলেশন - XIV
১.৬ 'দামিন-ই-কোহ' শব্দের অর্থ কী?
ক) জমির প্রান্তদেশ খ) সমুদ্রের প্রান্তদেশ গ) পাহাড়ের প্রান্তদেশ ঘ) অরণ্যের প্রান্তদেশ
১.৭ 'বাংলার নানাসাহেব' বলা হয় -
ক) রামরতন মল্লিককে খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে গ) দিগম্বর বিশ্বাসকে ঘ) দীনবন্ধু মিত্রকে।
১.৮ মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের প্রথম রাজপ্রতিনিধি হলেন
ক) লর্ড ডালহৌসি খ) লর্ড ক্যানিং গ) লর্ড বেন্টিঙ্ক ঘ) লর্ড মাউন্টব্যাটেন।
১.৯ ভারতের Uncle Tom's Cabin' বলা হয় কাকে?
ক) বিহার খ) উত্তরপ্রদেশ গ) মধ্যপ্রদেশ ঘ) পাঞ্জাব।
১.১০ ভারতমাতা চিত্রটির আঁকেন -
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) নন্দলাল বসু ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা -
ক) দিগ্দর্শন খ) সমাচার দর্পন গ) সমাচার চন্দ্রিকা ঘ) বেঙ্গল গেজেট
১.১২ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি-
ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায় খ) সতীশচন্দ্র বসু গ) রাসবিহারী ঘোষ ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
১.১৩ বঙ্গভঙ্গ কার্যকর করা হয়
ক) ১৯০৫ সালের ১ লা অক্টোবর খ) ১৯০৫ সালের ১৬ ই  অক্টোবর গ) ১৯০৫ সালের ২৩ শে অক্টোবর ঘ) ১৯০৫ সালের ৩০ শে অক্টোবর।
১.১৪ এক আন্দোলন আন্দোলন হয়েছিল
ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে খ)অসহযোগ আন্দোলন চলাকালে গ) আইন অমান্য আন্দোলন চলাকালে ঘ) ভারত ছাড়ো আন্দোলন চলাকালে।
১.১৫ লাঙল যার জমি তার - এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল
ক) তেভাগা আন্দোলন খ) তেলেঙ্গানা আন্দোলন গ) ভারত ছাড়ো আন্দোলন ঘ) আইন অমান্য আন্দোলন
১.১৬ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন
ক) বীণা দাস খ) কমলাদেবী চট্টোপাধ্যায় গ) কল্পনা দত্ত ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন।
১.১৭ 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' বলে খ্যাতি লাভ করেন
ক) নারায়ণ গুরু খ) ভি ডি সাভারকার গ) বীরসালিঙ্গম পানতুলু ঘ) জ্যোতিবা ফুলে।
১.১৮ 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা' নীতি ঘোষণা করেন
ক) মহম্মদ আলি জিন্না খ) গান্ধিজি গ) র‍্যামসে ম্যাকডোনাল্ড ঘ) ড. আম্বেদকর।
১.১৯ ভারতের লৌহমানব হলেন
ক) জওহরলাল নেহেরু খ) রাজেন্দ্র প্রসাদ গ) বলভভাই প্যাটেল ঘ) চক্রবর্তী রাজা গোপালাচারি।
১.২০ 'ট্রেন টু পাকিস্তান' লিখেছেন -
ক) জহরলাল নেহেরু খ) ভি পি মেনন গ) খুশবন্ত সিং ) সলমন রুশদি।

বিভাগ - ( খ )
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উত্তর দাও ) ১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪
২.১.১ ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে
২.১.২ 'ছৌ' কোন রাজ্যের জনপ্রিয় নাচ?
২.১.৩ গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
২.১.৪ শ্রীরামপুর ত্রয়ী কারা?
উপবিভাগ : ২.২
সত্য বা মিথ্যা নির্নয় কর।১ × ৪ = ৪
২.২.১ দুর্জন সিংহ ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা।
২.২.২ 'দার-উল-ইসলাম' কথার অর্থ বিধর্মীদের দেশ।
২.২.৩ মির নিসার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।
২.২.৪ সিপাহি বিদ্রোহে যোগদানকারী একমাত্র মহিলা নেত্রী ছিলেন রানি দুর্গাবতী।
উপবিভাগ : ২.৩.
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :. ১ × ৪ = ৪

'ক' স্তম্ভ

খ' স্তম্ভ
২.৩.১
বঙ্গদর্শন
১)
নবগোপাল মিত্র
২.৩.২
হিন্দুমেলা
২)
বীরেন্দ্রনাথ শাসমল
২.৩.৩
কৃষক আন্দোলন
৩)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.৪
হিন্দু বালিকা বিদ্যালয়
৪)
ড্রিংকওয়াটার বেথুন
উপবিভাগ : ২.৪.
প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত কর :  ১ × ৪ = ৪
২.৪.১ ব্যারাকপুর
২.৪.২ কোলবিদ্রোহের এলাকা
২.৪.৩ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ
২.৪.৪ ডান্ডি
উপবিভাগ : ২.৫.
বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর :. ১ × ৪ = ৪
২.৫.১ বিবৃতি : মাতঙ্গিনী হাজরা 'গান্ধিবুড়ি' নামে পরিচিত ছিলেন
ব্যাখ্যা ১ : মাতঙ্গিনী গান্ধিজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন
ব্যাখ্যা ২ : মাতঙ্গিনী বয়স্কা মানুষ ছিলেন
ব্যাখ্যা ৩ : মাতঙ্গিনি গান্ধিজির আত্মীয় ছিলেন
২.৫.২ বিবৃতি : ১৯৪৬ সালে কোলকাতায় রশিদ আলি দিবস পালিত হয়
ব্যাখ্যা ১ : হিন্দু-মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য
ব্যাখ্যা ২ : রশিদ আলির বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
ব্যাখ্যা ৩ : কোলকাতার অসামরিক প্রশাসন ভেঙে ফেলার জন্য
২.৫.৩ বিবৃতি : 'হরিজন' আন্দোলনে গান্ধিজি বিশেষভাবে উদ্যোগী হন
ব্যাখ্যা ১ : হরিজনদের ব্রিটিশপন্থী থেকে ব্রিটিশবিরোধী করে তুলতে
ব্যাখ্যা ২ : সমাজে অন্ত্যজ শ্রেণির মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য
ব্যাখ্যা ৩ : জাতীয় আন্দোলনে হরিজনদের সামিল করতে
২.৫.৪ বিবৃতি : বল্লভভাই প্যাটেলকে 'লৌহ মানব' বলা হয়
ব্যাখ্যা ১ : তিনি ভারত সীমান্তে লোহার তারের বেড়া দিয়েছিলেন
ব্যাখ্যা ২ : অত্যন্ত দৃঢতার সঙ্গে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেছিলেন
ব্যাখ্যা ৩ : বারদৌলির সত্যাগ্রহে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য

বিভাগ ( গ )
৩। দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও ( যে কোনো ১১টি ) ২ × ১১ = ২২
৩.১ কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?
৩.২ উডের ডেসপ্যাচ কী?
৩.৩ তিন আইন কী?
৩.৪ বারাসাত বিদ্রোহ কী?
৩.৫ ভারতীয় অরণ্য আইন (১৮৬৫) এর উদ্দেশ্য কী ছিল?
৩.৬ সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো।
৩.৭ তিতুমির স্মরণীয় কেন?
৩.৮ আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ প্রসারে সাহায্য করেছে?
৩.৯ চার্লস উইলকিন্স বিখ্যাত কেন?
৩.১০ ভারতে বিজ্ঞান গবেষণায় মহেন্দ্রলাল সরকারের অবদান উল্লেখ কর।
৩.১১ চৌরিচৌরা কী?
৩.১২ বঙ্গভঙ্গ আন্দোলন বাংলার কৃষক সমাজকে স্পর্শ করেনি কেন?
৩.১৩ ব্যাঙ্গচিত্র কেন আঁকা হয়?
৩.১৪ কে কী উদ্দেশ্যে 'মহিলা রাষ্ট্রীয় সঙ্ঘ' গড়ে তোলেন?
৩.১৫ 'নমশুদ্র' কারা?
৩.১৬ দেশীয় রাজ্য বলতে কী বোঝো?

বিভাগ - (ঘ)
৪। সাত বা আট বাক্যে উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
৪.১ পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো।
৪.২ সমাজ সংস্কার আন্দোলনে অবদান সংক্ষেপে লেখো।
উপবিভাগ : ঘ.২
৪.৩ সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল?
৪.৪ টীকা লেখো : জমিদার সভা
উপবিভাগ : ঘ.৩
৪.৫ উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা ব্যাখ্যা করো।
৪.৬ বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।
উপবিভাগ : ঘ.৪
৪.৭   টীকা লেখ : অনুশীলন সমিতি।
৪.৮ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ নিয়েছিল।

বিভাগ ( ঙ )
৫। পনের বা ষোলটি বাক্যে উত্তর দাও। ( যে কোন ১টি ) ৮ × ১ = ৮
৫.১ উনিশ শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতির পরিচয় দাও।
৫.২ বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও।
৫.৩ সশস্ত্র বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
---------------------//-----------------------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র : ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র: ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল ? উত্তর সূত্র : ১) শিক্ষা প্রসারের আড়ালে খ্রিস্ট...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...