বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল
ইতিহাস/ দশম শ্রেণি/ দ্বিতীয় অভিক্ষা/ ২০১৯
পূর্ণমান - ৪০
ক – বিভাগ
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (ক) নির্দেশ অনুসারে উত্তর। ১x ১০ = ১০
১.১ অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন – মঙ্গল পান্ডে / তাঁতিয়া তোপি / হজরত মহল (সঠিক উত্তর লেখ)
১.২ ‘হিন্দুমেলা’র প্রধান সম্পাদক কে? (একটি বাক্যে উত্তর দাও)
১.৩ ‘ভারতমাতা’ চিত্রটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। (ঠিক না ভুল লেখ)
১.৪ ভারতে প্রথম হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে গবেষণা করেন ---------------------। (শূন্যস্থান পুরণ করো)
১.৫ ‘গোলদিঘির গোলামখানা’ বলা হতো -----------। (কোলকাতা বিশ্ববিদ্যালয়কে / প্রেসিডেন্সি কলেজকে / বসুবিজ্ঞান মন্দিরকে / জাতীয় বিদ্যালয়কে – সঠিক বিকল্পটি বসাও)
(খ) বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো।
১.২ ‘হিন্দুমেলা’র প্রধান সম্পাদক কে? (একটি বাক্যে উত্তর দাও)
১.৩ ‘ভারতমাতা’ চিত্রটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। (ঠিক না ভুল লেখ)
১.৪ ভারতে প্রথম হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে গবেষণা করেন ---------------------। (শূন্যস্থান পুরণ করো)
১.৫ ‘গোলদিঘির গোলামখানা’ বলা হতো -----------। (কোলকাতা বিশ্ববিদ্যালয়কে / প্রেসিডেন্সি কলেজকে / বসুবিজ্ঞান মন্দিরকে / জাতীয় বিদ্যালয়কে – সঠিক বিকল্পটি বসাও)
(খ) বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো।
১.৬ বিবৃতি : উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়।
ব্যাখ্যা :
(ক) উনিশ শতকে বই পড়ার ঝোঁক অত্যন্ত বেড়ে যায়
(খ) সময় যে বইগুলি ছাপা হাত সেগুলি ছিল রঙিন, সুন্দর ও চিত্তাকর্ষক
(গ) এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
১.৭ বিবৃতি : আইন অমান্য আন্দোলনের সময় কৃষকবিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল।
ব্যাখ্যা :
(ক) এই সময় ঔপনিবেশিক পুলিশের দমনপীড়ন বেড়েছিল
(খ) এই সময় আইন অমান্য আন্দোলনের দায়িত্ব চলে যায় স্থানীয় নেতাদের হাতে
(গ) এ সময় ধনী কৃষকরা কংগ্রেসের আন্দোলনকে সমর্থন করেন।
(গ) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।
ব্যাখ্যা :
(ক) উনিশ শতকে বই পড়ার ঝোঁক অত্যন্ত বেড়ে যায়
(খ) সময় যে বইগুলি ছাপা হাত সেগুলি ছিল রঙিন, সুন্দর ও চিত্তাকর্ষক
(গ) এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
১.৭ বিবৃতি : আইন অমান্য আন্দোলনের সময় কৃষকবিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল।
ব্যাখ্যা :
(ক) এই সময় ঔপনিবেশিক পুলিশের দমনপীড়ন বেড়েছিল
(খ) এই সময় আইন অমান্য আন্দোলনের দায়িত্ব চলে যায় স্থানীয় নেতাদের হাতে
(গ) এ সময় ধনী কৃষকরা কংগ্রেসের আন্দোলনকে সমর্থন করেন।
(গ) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।
১.৮) জগদীশচন্দ্র বসু
|
ক) ইন্দ্রনারায়ণ ত্রিবেদী
|
১.৯) শ্রীরামপুর মিশন
|
খ ) বসুবিজ্ঞান মন্দির
|
১.১০) কিষান সভা
|
গ) উইলিয়াম কেরি
|
খ – বিভাগ
২। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। ১x ৬ = ৬
১.১ ‘মহারাণীর ঘোষণাপত্র’ কত সালে ঘোষণা হয়? ১.২ ‘খল ব্রাহ্মণ’ কে অঙ্কন করেন? ১.৩ ‘শান্তিনিকেতন’ কে গড়ে তোলেন? ১.৪ প্রেমিকের প্রীতি নয়, কৃপণের আসক্তি’ - রবীন্দ্রনাথ কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন? ১.৫ ছাপাখানার জনক বলা হয় কাকে? ১.৬ ‘লাঙ্গল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
গ – বিভাগ
৩। সংক্ষিপ্ত উত্তর দাও। ২x ৪ = ৮
৩.১ ‘মহারাণীর ঘোষণাপত্রে’র দুটি নীতির উল্লেখ করো।
৩.২ কে, কবে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ’ প্রতিষ্ঠা করেন? অথবা, বিজ্ঞান শিক্ষার বিকাশে জগদীশচন্দ্র বসুর অবদান লেখ।
৩.৩ ‘ভারতসভা’ গঠনের দুটি উদ্দেশ্য লেখ। অথবা, ‘হালি’ প্রথা / ব্যবস্থা কী?
৩.৪ ‘কানপুর ষড়যন্ত্র মামলা’ কী
৩.২ কে, কবে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ’ প্রতিষ্ঠা করেন? অথবা, বিজ্ঞান শিক্ষার বিকাশে জগদীশচন্দ্র বসুর অবদান লেখ।
৩.৩ ‘ভারতসভা’ গঠনের দুটি উদ্দেশ্য লেখ। অথবা, ‘হালি’ প্রথা / ব্যবস্থা কী?
৩.৪ ‘কানপুর ষড়যন্ত্র মামলা’ কী
ঘ – বিভাগ
৪। বিশ্লেষণ কর। ৪x ২ = ৮
৪.১ ১৮৫৭ সালের বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মনোভাব কী ছিল? অথবা, ঔপনিবেশিক শিক্ষাধারণার মূল্যায়ন করো।
৪.২ ভারতে বামপন্থী আন্দোলনের পর্যালোচনা করো।
৪.২ ভারতে বামপন্থী আন্দোলনের পর্যালোচনা করো।
ঙ – বিভাগ
৫। ব্যাখ্যা কর। ৮x ১ = ৮
৫.১ জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের গুরুত্ব।
৫.২ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছে।
৫.৩ আইনঅমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয়।
৫.২ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছে।
৫.৩ আইনঅমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন