সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দশম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০২০

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২০ সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০ ১.১ অ্যানাল গোষ্ঠীর যে ধরণের ইতিহাস চর্চা করে তা হল - ক) সাবল্টার্ন খ) টোটাল হিস্ট্রি গ) হিস্ট্রি অব বিলো ঘ) নারী ইতিহাস ১.২) বিপিনচন্দ্র পাল লিখেছেন - ক) সত্তর বছর, খ) জীবনস্মৃতি, গ) এ নেশন ইন মেকিং, ঘ) আনন্দমঠ। ১.৩) হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন - ক) হরিশচন্দ্র বন্দোপাধ্যায়, খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, গ) হরিশচন্দ্র গঙ্গপাধ্যায়, ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ১.৪) কলকাতা মাদ্রাসা (১৭৮১) প্রতিষ্ঠা করেন - ক) লর্ড ক্লাইভ, খ) লর্ড কর্নওয়ালিস, গ) লর্ড ওয়ারেন হেস্টিংস, ঘ) লর্ড ওয়েলেসলি ১.৫) পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল- ক) হেয়ার স্কুল, খ) বেথুন স্কুল, গ) কলেজিয়েট স্কুল, ঘ) হিন্দু স্কুল। ১.৬) ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি লিখেছেন - ক) লালন ফকির, খ) কাঙাল হরিনাথ, গ) স্বামী বিবেকানন্দ, ঘ) বসন্তকুমার পাল ১.৭) সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হল - ক) জগন্নাথ সিংহ, খ) নুরুল উদ্দিন, গ) ভবানী পাঠক, ঘ) বীর সিং।  ১.৮) ভারতে ফরাজি আন্দোলনের প্রকৃত প্র

নবম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০২০

নবম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০২০ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০ ১.১ ‘আমার পরেই আসবে প্লাবন’ - একথা বলতেন - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই , ঘ) ষোড়শ লুই। ১.২) ফ্রান্সে শ্রমকরকে কী বলা হত - ক) করভি , খ) তেরাজ, গ) টাইদ, ঘ) গ্যাবেলা। ১.৩) ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর - বলেছেন - ক) মন্তেস্কু, খ) ভলতেয়ার, গ) অ্যাডাম স্মিথ , ঘ) কুয়েসনে। ১.৪) "আমি যা ইচ্ছা করি তা-ই আইন" কার উক্তি - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই, ঘ) ষোড়শ লুই । ১.৫) ফ্রান্সে ভাগচাষিদের বলা হত- ক) পিজ্যান্ট, খ) সার্ফ, গ) মেতায়ের , ঘ) ভ্যাসল। ১.৬) ‘ফরাসি সমাজের বাইবেল' নামে পরিচিত ছিলেন - ক) শার্লামেন, খ) মেটারনিক, গ) নেপোলিয়ান, ঘ) চার্লস মৰ্টেল । ১.৭) 'কোর্ড নেপোলিয়ন'-এ কয়টি ভাগ আছে - ক) ৬, খ) ৭, গ) ৮, ঘ) ৩ । ১.৮) ফরাসি বিপ্লব হয়েছিল - ক) ১৬৭৯, খ) ১৮৭৯ গ) ১৭৮৯ , ঘ) ১৯৮৯ সালে। ১.৯) ভিয়েনা সম্মেলনের সূচনা হয় - ক) ১৮০৫ সালে, খ) ১৮১০ সালে, গ) ১৮১৫ সালে, ঘ) ১৮২০ সালে। ১.১০) 'ইউরোপের মুক

একাদশ শ্রেণি। অর্ধ-বার্ষিক পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০১৯ একাদশ শ্রেণি, বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০ বিভাগ ‘ক’ ১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২ ১.১ইংরেজিতে 'প্রি-হিস্ট্রি' কথাটি প্রথম ব্যবহার করেন- ক) পল তুর্নাল খ) ড্যানিয়েল উইলসন গ) র‍্যাঙ্কে ঘ) লর্ড অ্যাক্টন। ১.২হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা - ক) লৌহ যুগের খ) তাম্র যুগের গ) প্রাগৈতিহাসিক যুগের ঘ) মধ্য প্রস্তর যুগের। ১.৩  নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন – ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) পার্থ চট্টোপাধ্যায়। বিকল্প সমূহঃ ১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল ২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল ৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল৪) ক,ঘ সঠিক এবং খ,গ ভুল। ১.৪ পৃথিবীতে সর্বপ্রথম – যুগের সূচনা হয়। ক) আর্কিওজোয়িক খ) প্রোটেরোজোয়িক গ) প্যালিওজোয়িক ঘ) মেসোজোয়িক। ১.৫  পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে – ক) হরপ্পা সভ্যতায় খ) মেহেরগড় সভুতায়  গ) সুমেরীয় সভ্যতায় ঘ) মিশরীয় সভ্যতায়। ১.৬ হোমো হ্যাবিলিস কথার অর্থ হল – ক) দন্ডায়মান মানুষ খ) দক্ষ মানুষ গ) বুদ্