বোড়াল স্বামীজি
বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)
অর্ধ-বার্ষিক
পরীক্ষা – ২০১৫
একাদশ শ্রেণি,
বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০
বিভাগ
‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ x ১২ =
১২
১.১ হায়রোগ্লিফিক কোন দেশের লিপি? ক) মিশরের খ) সুমেরের গ) গ্রিসের
ঘ) মেসোপটেমিয়ার।
১.২ ‘ইন্ডিকা’র রচয়িতা কে?– ক) পলিবিয়াস খ) মেগাস্থিনিস গ)
হেরোডেটাস ঘ) থুকিডিডিস।
১.৩ ‘হোমো হাবিলিস’ কথার অর্থ হল – ক) দন্ডায়মান মানুষ খ) দক্ষ মানুষ
গ) বুদ্ধিমান মানুষ ঘ) বনমানুষ।
১.৪ আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছিল – ক) গোরুকে খ) ছাগলকে গ)
কুকুরকে ঘ) ঘোড়াকে।
১.৫ প্রাচীন গ্রিসের নগর-রাষ্ট্রগুলির
বৈশিষ্ঠ্য ছিল– ক) ক্ষুদ্রায়তন খ) স্বল্প জনসংখ্যা গ) সুবিশাল সেনাদল ঘ) একেশ্বরবাদ।
[i] ক,ঘ সঠিক, এবং খ, গ ভুল। [ii] খ, ঘ সঠিক এবং ক, গ ভুল।
[iii] খ,গ সঠিক এবং ক, ঘ ভুল। [iv] ক,খ সঠিক এবং গ,ঘ ভুল।
১.৬ এক্রোপলিস ছিল ক) পলিসের শাসন কেন্দ্র খ) পলিসের স্থানীয় বাজার গ) গণতান্ত্রিক পলিসের বিচারালয়
ঘ) অভিজাততান্ত্রিক পলিসের বধ্যভূমি।
১.৭ প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল – ক) থিবস
খ) মগধ গ) পাটলিপুত্র ঘ) কোশল।
১.৮ কৌটিল্যের অপর নাম ক) চাণক্য, খ) বিষ্ণুগুপ্ত গ) শ্যাম শাস্ত্রী
ঘ) বিষ্ণু শর্মা
১.৯ ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় – ক) ১৬৩৪ সালে খ)
১৬৫৯ সালে গ) ১৬৬৮ সালে ঘ) ১৬৮৮ সালে।
১.১০ দ্যা প্রিন্স গ্রন্থটির রচয়িতা হলেন – ক) হবস খ) লক গ)
টমাস ক্রমওয়েল ঘ) মেকিয়াভেলি।
১.১১ পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হত – ক) ম্যানুমিসিও খ)
গ্লাডিয়েটর গ) ভার্নি ঘ) প্যাট্রিসিয়ান।
১.১২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ
ক স্তম্ভ
|
খ স্তম্ভ
|
১) ইক্তা ব্যাবস্থা
|
১) মুঘল শাসন
|
২) মনসবদারি ব্যবস্থা
|
২) দিল্লি সুলতানি
|
৩) স্যাট্রাপ ব্যবস্থা
|
৩) চিন
|
৪) ম্যাণ্ডারিন ব্যবস্থা
|
৪) পারস্য
|
খ বিভাগ
২. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (৮টি) ১ x ৮ = ৮
২.১) ‘প্রাগৈতিহাসিক যুগ’কে কয় ভাগে ভাগ করা যায়? অথবা
হায়রেটিক লিপি কী? ২.২) জীবাশ্ম কী? ২.৩) হেলট কাদের বলা হয়? ২.৪) প্যাপিরাস কী?
২.৫) পলিস বলতে কী বোঝ? ২.৬) জনপদ বলতে কী বোঝ? ২.৭) ‘জাস্টিনিয়ান
কোড’ কে রচনা করেন? ২.৮ একজন তুর্কি জ্যোতির্বিদের
নাম লেখ। ২.৯) ম্যানর কাকে বলা হত?
গ বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৫ x ৪ = ২০
৩.১) আদিম মানুষের পরিযান বলতে কী বোঝ? আদিম মানুষের
আন্তর্মহাদেশীয় পরিযানের কারণ কী ছিল? অথবা, নদীমাতৃক সভ্যতা
কেন গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতাকে কেন ‘নীলনদের দান’ বলা হয়?
৩.২) ভারতে জনপদের উৎপত্তি সম্পর্কে আলোচনা কর। অথবা, ম্যাকিয়াভেলির
রাষ্ট্রচিন্তা অনুসারে রাষ্ট্রের বৈশিষ্ট্য উল্লেখ কর এবং রাষ্ট্রের শ্রেণিবিভাগ কর।
৩.৩) মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সাদৃশ্যগুলি দেখাও। অথবা, গুপ্ত সাম্রাজ্যে
বিজ্ঞান ও শিল্পকলার অগ্রগতির বিবরণ দাও
৩.৪) সুলতানি রাষ্ট্র কী ধর্মাশ্রয়ী ছিল – ব্যাখ্যা
কর।
-----------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন