বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)
অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০১৯
একাদশ শ্রেণি, বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০
বিভাগ ‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২
১.১ইংরেজিতে 'প্রি-হিস্ট্রি' কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) পল তুর্নাল খ) ড্যানিয়েল উইলসন গ) র্যাঙ্কে ঘ) লর্ড অ্যাক্টন।
১.২হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা -
ক) লৌহ যুগের খ) তাম্র যুগের গ) প্রাগৈতিহাসিক যুগের ঘ) মধ্য প্রস্তর যুগের।
১.৩ নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন –
ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) পার্থ চট্টোপাধ্যায়।
বিকল্প সমূহঃ
১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল ২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল
৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল৪) ক,ঘ সঠিক এবং খ,গ ভুল।
১.৪ পৃথিবীতে সর্বপ্রথম – যুগের সূচনা হয়।
ক) আর্কিওজোয়িক খ) প্রোটেরোজোয়িক গ) প্যালিওজোয়িক ঘ) মেসোজোয়িক।
১.৫ পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে –
ক) হরপ্পা সভ্যতায় খ) মেহেরগড় সভুতায় গ) সুমেরীয় সভ্যতায় ঘ) মিশরীয় সভ্যতায়।
১.৬ হোমো হ্যাবিলিস কথার অর্থ হল–
ক) দন্ডায়মান মানুষ খ) দক্ষ মানুষ গ) বুদ্ধিমান মানুষ ঘ) বন মানুষ।
১.৭ প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল –
ক) থিবস খ) মগধ গ) পাটলিপুত্র ঘ) কোশল।
১.৮প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত -–
ক) ১০০০০ খ) ২০০০০ গ) ৪০০০ ঘ) ৫০০০।
১.৯ ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় –
ক) ১৬৩৪ সালে খ) ১৬৫৯ সালে গ) ১৬৬৮ সালে ঘ) ১৬৮৮ সালে।
১.১০ রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন –
ক) প্লেটো খ) সক্রেটিস গ) এরিষ্টটল ঘ) হোমার।
১.১১ কাকে 'ভারতের ইতিহাসের ম্যাকিয়াভেলি' বলা হয়–
ক) চন্দ্রগুপ্ত মৌর্যকে খ) কৌটিল্যকে গ) অশোককে ঘ) আলাউদ্দিন খলজিকে।
১.১২ ফতোয়া-ই-জাহান্দারির লেখক ছিলেন –
ক) বদাউনি খ) জিয়াউদ্দিন বরনি গ) আবুল ফজল ঘ) ইবন বতুতা।
খ বিভাগ
২. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ X ৮ = ৮
২.১) ‘প্রাগৈতিহাসিক যুগ’ কাকে বলে? অথবা কোন লিপিকে ভারতের প্রাচীনতম লিপি বলা হয়? ২.২) অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? ২.৩) কোন সময়কালকে 'আদি-মধ্যযুগ' বলে? ২.৪) অ্যাক্রোপোলিস কী? ২.৫) পলিসের পতনের দুটি কারণ লেখো? ২.৬) মহাজনপদ বলতে কী বোঝ? ২.৭) ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝ? ২.৮) 'হিন্দুস্থানের তোতাপাখি' কাকে বলা হয় এবং কেন?
গ বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৫ X ৪ = ২০
৩.১) হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য লেখ।
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?
৩.২) প্রাচীন গ্রিসে পলিসগুলি কেন গড়ে উঠেছিল? এগুলির চারটি বৈশিষ্ট্য লেখ।
অথবা, গুপ্ত এবং রোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামুলক আলোচনা কর।
অথবা, গুপ্ত এবং রোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামুলক আলোচনা কর।
৩.৩) মোঘল ও অটোমান শাসনব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো।
অথবা, ইকতা ব্যবস্থা কী? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
অথবা, ইকতা ব্যবস্থা কী? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
৩.৪) সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে 'নতুন রাজতন্ত্র' বলা হয় কেন? এই সময়ে ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে কী কী নতুন ধারার আবির্ভাব ঘটে?
----------------------//-----------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন