বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০১৯ একাদশ শ্রেণি, বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০ বিভাগ ‘ক’ ১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২ ১.১ইংরেজিতে 'প্রি-হিস্ট্রি' কথাটি প্রথম ব্যবহার করেন- ক) পল তুর্নাল খ) ড্যানিয়েল উইলসন গ) র্যাঙ্কে ঘ) লর্ড অ্যাক্টন। ১.২হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা - ক) লৌহ যুগের খ) তাম্র যুগের গ) প্রাগৈতিহাসিক যুগের ঘ) মধ্য প্রস্তর যুগের। ১.৩ নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন – ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) পার্থ চট্টোপাধ্যায়। বিকল্প সমূহঃ ১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল ২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল ৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল৪) ক,ঘ সঠিক এবং খ,গ ভুল। ১.৪ পৃথিবীতে সর্বপ্রথম – যুগের সূচনা হয়। ক) আর্কিওজোয়িক খ) প্রোটেরোজোয়িক গ) প্যালিওজোয়িক ঘ) মেসোজোয়িক। ১.৫ পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে – ক) হরপ্পা সভ্যতায় খ) মেহেরগড় সভুতায় গ) সুমেরীয় সভ্যতায় ঘ) মিশরীয় সভ্যতায়। ১.৬ হোমো হ্যাবিলিস কথার অর্থ হল – ক) দন্ডায়মান মানুষ খ) দক্ষ মা...