বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল
ইতিহাস / দশম শ্রেণি / দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন / ২০২৩
পূর্ণমান - ৪০
ক বিভাগ
১. সঠিক উত্তর নির্বাচন করো। ১ x ১০ = ১০
১.১. দ্বিতীয় বাহাদুর শাহকে কোন বিদ্রোহের সময় ভারত সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল?
ক) মহাবিদ্রোহ খ) কোল বিদ্রোহ
গ) সাঁওতাল বিদ্রোহ ঘ) নীল বিদ্রোহ
১.২. 'ব্রিটিশ-ভারত সভা' কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৬৭ খ) ১৮৫১
ক) ১৮৬৭ খ) ১৮৫১
গ) ১৮৭৫ ঘ) ১৮৭৬
১.৩. 'সন্তান দল' কোন গ্রন্থের অন্তর্ভুক্ত সংগঠন?
ক) অনন্দমঠ। খ) গোরা
গ) বর্তমান ভারত ঘ) সত্তর বছর
১.৪. বাঙালি উদ্যোগে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন -
ক) জেমস অগাস্টাস হিকি খ) চার্লস উইলকিনস
গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ঘ) পঞ্চানন কর্মকার
১.৫. কোন বাঙালি বিজ্ঞানী সর্বপ্রথম এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন? -
ক) রাধানাথ শিকদার খ) মেঘনাথ সাহা
গ) জগদীশচন্দ্র বসু ঘ) সত্যেন্দ্রনাথা বসু
১.৬. 'বসুবিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন কে? -
ক) শিবচন্দ্র নন্দি। খ) আচার্য জগদীশচন্দ্র বসু
গ) তারকনাথ পালিত। ঘ) মহেন্দ্রলাল সরকার
১.৭. 'হিতৈষী তহবিল' গড়ে তোলেন -
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জগদীশচন্দ্র বসু
গ) রাজা সুবোধচন্দ্র মল্লিক। ঘ) মহেন্দ্রলাল সরকার
১.৮. 'ব্রহ্মচর্যাশ্রম' বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) রামমোহন রায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৯. 'কৃষক প্রজা পার্টি'র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) মুজাফফর আহমেদ খ) ফজলুল হক
গ) পি সি যোশী ঘ) এস এ ডাঙ্গে
১.১০. তেভাগা আন্দোলন কী ধরণের আন্দোলন?
ক) শ্রমিক আন্দোলন খ) কৃষক আন্দোলন
গ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ঘ) সমাজ সংস্কার আন্দোলন
খ বিভাগ
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ x ৬ = ৬
উপবিভাগ - ২.১
২.১. একটি বাক্যে উত্তর দাও :২.১.১ ব্যারাকপুর সেনা ছাউনি কীজন্য বিখ্যাত?
২.১.২. 'ভারত সভা'র প্রধান লক্ষ্য কী ছিল?
উপবিভাগ - ২.২
২.২ সত্য মিথ্যা নির্নয় করো :২.২.১. পঞ্চানন কর্মকার হলেন ছাপাখানার জনক।
২.২.২. 'জাতীয় শিক্ষা পরিষদ' তৈরি হয়েছিল কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে।
উপবিভাগ - ২.৩
২.৩. নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :২.৩.১ বিবৃৃতি : মোপলা আন্দোলন ব্যর্থ হয়েছিল - কারণ,
ব্যাখ্যা - ১ : মোপলারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ছিল।
ব্যাখ্যা - ২ : অধিকাংশ মোপলা কৃষক জমিদারদের পক্ষে ছিলেন।
ব্যাখ্যা - ৩ : ব্রিটিশ সরকারের নিষ্ঠুর দমননীতি ও জাতীয় আন্দোলন থেকে মোপলারা বিচ্যুত হয়েছিল।
২.৩.২ বিবৃৃতি : ভারতে বামপন্থী আন্দোলন গড়ে ওঠার কারণ,
ব্যাখ্যা - ১ : রুশ বিপ্লবের এই শিক্ষা যে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও বুদ্ধিজীবীরা ঐক্যবদ্ধ হলে ভারতে ব্রিটিশ শাসনের পতন ঘটানো সম্ভব।
ব্যাখ্যা - ২ : নিম্নবর্ণের মানুষের রাজনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষা করা।
ব্যাখ্যা - ৩ : এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে কোন মানুষ অন্য কোন মানুষের শোষণের শিকার হবে না।
গ বিভাগ
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ( ৪ টি) ২ x ৪ = ৮
৩.১. বাঙালি বুদ্ধিজীবীরা ( শিক্ষিত সমাজ) মহাবিদ্রোহকে সমর্থন করেনি কেন?
৩.২. কাকে কেন 'মুদ্রনশিল্পের জনক' বলা হয়?
৩.৩. কোন প্রচেষ্টাকে 'ভারতে বিজ্ঞান শিক্ষার ম্যাগনা কার্টা' বলা হয়?
৩.৪. কত সালে 'এক আন্দোলন ' হয়? এর নেতা কে ছিলেন?
৩.৫ 'ফরওয়ার্ড ব্লক' কে কেন প্রতিষ্ঠা করেন?
৩.২. কাকে কেন 'মুদ্রনশিল্পের জনক' বলা হয়?
৩.৩. কোন প্রচেষ্টাকে 'ভারতে বিজ্ঞান শিক্ষার ম্যাগনা কার্টা' বলা হয়?
৩.৪. কত সালে 'এক আন্দোলন ' হয়? এর নেতা কে ছিলেন?
৩.৫ 'ফরওয়ার্ড ব্লক' কে কেন প্রতিষ্ঠা করেন?
ঘ বিভাগ
৪. সাত-আট বাক্যে উত্তর দাও : ( ২ টি) ৪ x ২ = ৮
৪.১. কাকে কেন ভারতের 'রাজনৈতিক আন্দোলনের জনক' বলা হয়?
৪.২. ভারতে 'জাতীয় শিক্ষা পরিষদে'র অবদান সংক্ষেপে লেখ।
৪.৩. 'মোপলা আন্দোলন' কী? এই আন্দোলনের কারণ কী ছিল?
৪.২. ভারতে 'জাতীয় শিক্ষা পরিষদে'র অবদান সংক্ষেপে লেখ।
৪.৩. 'মোপলা আন্দোলন' কী? এই আন্দোলনের কারণ কী ছিল?
ঙ বিভাগ
৫. পনের ষোল বাক্যে উত্তর দাও : ( ১ টি) ৮ x ১ = ৮
৫.১. মহাবিদ্রোহকে কী জাতীয় বিদ্রোহ বলা যায়?
৫.২. রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫.৩. ভারতে বামপন্থী আন্দোলন গড়ে ওঠার পটভূমি ব্যাখ্যা করো।
৫.২. রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫.৩. ভারতে বামপন্থী আন্দোলন গড়ে ওঠার পটভূমি ব্যাখ্যা করো।
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন