সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০

Madhyamik Examination History Question - 2020

Madhyamik Examination History Question - 2020

বিভাগ ক
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :
বিভাগ খ
২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬
উপবিভাগ : ২.১
২.১) একটি বাক্যে উত্তর দাও :
২.১.১
বিভাগ গ
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২
[প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে]

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য
২)সরকারের একপেশে মনোভাব
৩) অতিরঞ্জিত বর্ণনা।

উত্তর সূত্র: উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য
২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ।
১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা।
২) ইতিহাস রচনার সহায়ক উপাদান।
৩) উদাহরণ।

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) শিক্ষা প্রসারের আড়ালে খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার,
২) ইংরেজি শিক্ষার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা
৩) উইলিয়াম কেরি, ডাফ প্রমুখদের উদ্যোগ।

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) কেশবচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত
২) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার
৩) নতুন বিধান রূপায়ণ।

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) এই বিদ্রোহ জমিদার ও কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রাম
২) ব্রিটিশবিরোধী মানসিকতার প্রতিফলন
৩) নিম্ন শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ
৪)  পাইকদের নিষ্কর জমি ফেরত ও তাদের পুলিশের কাজে নিয়োগ
৫) দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠন।

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের শুরু
২) অচিরেই আন্দোলন রাজনৈতিক রূপ পরিগ্রহ করে
৩) অনুগামীদের জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শই রাজনৈতিক রূপটিকে স্পষ্ট করে।

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ১৮৩৮ সালে রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর প্রমুখদের উদ্যোগে প্রতিষ্ঠিত
২) জমিদারদের স্বার্থরক্ষায় একমাত্র উদ্দেশ্য
৩) চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার

উত্তর সূত্র: উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে আত্মত্যাগী সন্ন্যাসীদের বিবরণ
২) ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের উন্মাদনা জাগানোর প্রয়াস
৩) মাতৃ বন্দনা ও আত্মত্যাগের মহান আদর্শ প্রচার
৪) দেশপ্রেমের আদর্শ ও দেশপ্রেমিকদের নীতিবোধ তুলে ধরা

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) পাঠ্যবই ও নানা বিষয়ের বইয়ের প্রকাশ ও প্রসার
২) সংবাদপত্র সাময়িক পত্রের প্রকাশ
৩) উপন্যাসের প্রচলন
৪) আধুনিক গদ্যের প্রচলন
৫) ভাষার উন্নতি
৬) যা বাংলার নবজাগরণের সহায়তা করে

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) অত্যধিক ইংরেজি শিক্ষায় গুরুত্ব আরোপ
২) ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা
৩) বিজ্ঞান শিক্ষায় অবহেলা
৪) নারী শিক্ষায় অবহেলা
৫) দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুরুত্বহীন করে তোলা

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) অত্যধিক খাজনা ধার্য
২) হিন্দু জমিদারদের শোষণ
৩) খলিফা মর্যাদা প্রতিষ্ঠায় ধর্মীয় উন্মাদনা ও অসহযোগ আন্দোলনের ঢেউ
৪) মোপলা নেতা ইয়াকুব হাসানের গ্রেপ্তার

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) এই দলের লক্ষ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত করা
২) ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন
৩) উৎপাদনকারী শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর
৪) দেশীয় রাজা ও জমিদারদের বিলুপ্তি করন
৫) কৃষিঋণ মকুব

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ১৬ ই অক্টোবর সরকারি আইন বলে বাংলাদেশ দু'টুকরো হয়ে যায়
২) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রস্তাব প্রতিবাদস্বরূপ অরন্ধন পালন
৩) বাংলার নারীদের সক্রিয় সমর্থন

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) বিপ্লবীদের পিসিমা হাওড়ার ননীবালা দেবী
২) বিপ্লবীদের আশ্রয়দান ও অস্ত্র আনায় সাহায্য
৩) ১৮১৮ সালে ৩ নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) দেশীয় রাজ্যগুলি কে ভারত ভুক্ত করার জন্য প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্ব
২) অনমনীয় মনোভাব ও চারিত্রিক দৃঢ়তা

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) পৃথক অন্ধপ্রদেশ প্রতিষ্ঠার সাফল্যে উৎসাহিত হয়ে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন এর দাবি
২) বিষয়টিকে সামনে রেখে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন।

বিভাগ ঘ
[ প্রতিটি উত্তরেই চারটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে]

৪) সাত বা আট বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ : ঘ.১
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ১৮৫৪ সালে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ
২) সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি ভাগের নির্দেশ
৩) দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সুপারিশ
৩) তিনটি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপন
৪) পৃথক শিক্ষা দপ্তর প্রতিষ্ঠিত
৫) শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার ও স্ত্রী শিক্ষার প্রসারের সুপারিশ
৬) নির্দেশনামার উপর ভিত্তি করেই ভারতে পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা গঠন

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো। 
১) সকল মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান
২) জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা প্রচার
৩) সকল ধর্মই সত্য
৪) যত মত তত পথ এই আদর্শ প্রচার
৫) সাধনার সব পথেই সত্য ও সঠিক
৬) বৈষ্ণব হিন্দু মুসলিম খৃষ্টান প্রভৃতি সব ধর্মের সাধনার মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা সম্ভব
৭) আন্তরিক ভক্তির দ্বারা ঈশ্বর লাভ সম্ভব

উপবিভাগ : ঘ.২
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) শিক্ষিত বাঙ্গালীদের একটি অংশ বিদ্রোহ কে সমর্থন করেনি
২) ব্রিটিশ শাসনের উপর তাদের বিশ্বাস স্থাপন
৩) খ্যাতনামা বাঙ্গালীদের বিদ্রোহ বিরোধী অভিমত ও নিন্দা
৪) ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ইংরেজদের প্রতি প্রশ্নাতীত আনুগত্য
৫) সমসাময়িক পত্রপত্রিকায় বিদ্রোহী সিপাহিদের প্রতি তাচ্ছিল্য ও বিদ্বেষ পোষণ

উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ইন্ডিয়ান লীগের একনায়কত্বের অভিযোগ তুলে দল ছেড়ে বেরিয়ে এসে ভারত সভা গঠন
২) ইতালির ম্যাৎসিনি ও ক্যাভুরের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ
৩) রাজনৈতিক আন্দোলন কে জনসাধারণের সঙ্গে যুক্ত করা
৩) দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে জনমত গঠন
৪) কলকাতার বাইরে মিরাট লাহোর লখনৌ প্রভৃতি অঞ্চলে ভারতসভার শাখা প্রতিষ্ঠা
৫) ভারত সভার আদর্শকে জনপ্রিয় করার জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ
৬) কংগ্রেস প্রতিষ্ঠায় প্রেরণা

উপবিভাগ : ঘ.৩
৪.৫) বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) ১৯২৬ সালে বারদৌলি তালুকে ৩০% রাজস্ব বৃদ্ধি হলে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ
২) তথ্য অনুসন্ধান কমিটি নিয়োগ
৩) ইয়ং ইন্ডিয়া ও নবজীবন পত্রিকা সমালোচনা
৪) বল্লভ ভাই প্যাটেল এর নেতৃত্ব গ্রহণ
৫) আন্দোলনের সূচনা

৪.৬) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিভিন্ন কলকারখানায় শ্রমিক ও মজুরদের প্রতিবাদ মিছিল ও জমায়েত
২) বিদেশি দ্রব্য বয়কট
৩) রেল ধর্মঘট, চটকল ধর্মঘট, ট্রাম কোম্পানির ও ছাপাখানায় ধর্মঘট
৪) কলকাতা পুরসভার কুলি ও মেথরদে'র ধর্মঘট।

উপবিভাগ : ঘ.৪
৪.৭) জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতমুক্ত হয়?
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) জুনাগড়ের নবাব মুসলিম কিন্তু ৮০ পার্সেন্ট প্রজা হিন্দু
২) নবাবের পাকিস্থানে যোগদানের সিদ্ধান্ত রাজ্যে গণবিক্ষোভ
৩) ভারত সরকারের হস্তক্ষেপ প্রার্থনা
৪) নবাবের করাচি পলায়ন
৫) ভারতীয় সৈন্যের জুনা ঘরে প্রবেশ
৬) ১৯৪৮ সালের গণভোট গ্রহণ ও ভারতে যোগদানের পক্ষে মতদান
৭) ১৯৪৯ সালে জুনাগড় ভারতভুক্ত

৪.৮) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) আশ্রয়দান ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা
২) পাঞ্জাব ও বাংলার পরিস্থিতির মোকাবেলা।

বিভাগ ঙ
৫) পনেরো বা ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১) ঊনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্ডিত করেন?
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
■ ১) শাস্ত্রসম্মত হলেও সব মানুষ এই প্রথা কে মেনে নেয়নি
২) শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারীদের এই প্রথার বিরোধিতা
৩) ফরাসিরা তাদের অধিকৃত অঞ্চলে এই প্রথা নিষিদ্ধ করেছিল
৪) লন্ডনের পরিচালক সাভার উদ্যোগ
[ তিনটি তথ্য সঠিক লিখলে পূর্ণমান পাবে]
■■ ১) ১৮১৮ সাল থেকে রামমোহনের এই প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু
২) সতীদাহের সমালোচনা বিরোধিতা করে ইংরেজি ও বাংলা পত্রিকা এবং পুস্তক প্রকাশ
৩) শিক্ষিত মানুষের দৃষ্টি আকর্ষণ
৪) ১৮২৯ সালে সহমরণ বিষয়ক পুস্তিকা প্রকাশ
৫) বড়লাট বেন্টিংয়ের কাছে বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র প্রেরণ
৬) বড়লাট বেন্টিঙ্ক কর্তৃক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা ও আইন পাস।
[ যেকোনো পাঁচটি লিখলে পূর্ণমান পাবে]

৫.২) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
■ ১) উপনিবেশিক শিক্ষার সমালোচনা
২) স্বাধীন শিক্ষা চিন্তা
৩) সৃজনশীলতার ওপর গুরুত্ব
৪) প্রকৃতি ও পরিবেশের সান্নিধ্যে শিক্ষালাভ
৫) মানবিক মূল্যবোধের জাগরণ
[ যে কোন তিনটি লিখলে পূর্ণমান পাবে]
■■ ১) শিক্ষা চিন্তার প্রাথমিক প্রাতিষ্ঠানিক রূপ হল শান্তিনিকেতন
২) শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত ও তার বর্ণনা

৫.৩) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর সূত্র : উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো
১) আন্দোলনের কারণ হিসাবে সামাজিক অমর্যাদা, দারিদ্র ও অর্থনৈতিক শোষণ
২) হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর প্রমুখদের আন্দোলন
৩) মতুয়া ধর্মের প্রসার
৪) নমঃশূদ্র সংগঠন তৈরি
৫) রাজনৈতিক দাবি-দাওয়া পেশ
[ সবগুলো তথ্য থাকলে পূর্ণমান পাবে]
-------------এক্স----------------
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ ( তুমি এখন এখানে )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...