মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ১×২০ = ২০ ১.১ রাচেল কা...
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি
Good
উত্তরমুছুনIt's really amazing
উত্তরমুছুন3 এর অ্যানসার টা মিথ্যা হবে ?
উত্তরমুছুন7 এর অ্যানসার টা মিথ্যা হবে ?
তুমি যেটা জানো সেটা সিলেক্ট করেই সাবমিট করে দাও।
মুছুনকয়েক সেকেন্ডের মধ্যেই তুমি জেনে যাবে সঠিক উত্তর কোনটি।
সূতরাং কোন চিন্তা না করে মক টেস্ট দাও। এর আগে বইটা (অধ্যায়টা) ভালো করে পড়ে নাও।
Very nice history mock test
উত্তরমুছুনতিন নম্বর প্রশ্নটি ভুল আছে কারণ মহারানির ঘোষণাপত্র অনুযায়ী গভর্নর জেনারেল পদটি বাতিল হয়ে ভাইসরয় পদের সূচনা হয়।
উত্তরমুছুনসাত নম্বর প্রশ্নে ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল-উত্তরে আছে 'সত্য',উত্তর হবে 'মিথ্যা' কারণ ভারতসভা ইলবার্ট বিলের সমর্থন করেছিল।