বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...
Good
উত্তরমুছুনIt's really amazing
উত্তরমুছুন3 এর অ্যানসার টা মিথ্যা হবে ?
উত্তরমুছুন7 এর অ্যানসার টা মিথ্যা হবে ?
তুমি যেটা জানো সেটা সিলেক্ট করেই সাবমিট করে দাও।
মুছুনকয়েক সেকেন্ডের মধ্যেই তুমি জেনে যাবে সঠিক উত্তর কোনটি।
সূতরাং কোন চিন্তা না করে মক টেস্ট দাও। এর আগে বইটা (অধ্যায়টা) ভালো করে পড়ে নাও।
Very nice history mock test
উত্তরমুছুনতিন নম্বর প্রশ্নটি ভুল আছে কারণ মহারানির ঘোষণাপত্র অনুযায়ী গভর্নর জেনারেল পদটি বাতিল হয়ে ভাইসরয় পদের সূচনা হয়।
উত্তরমুছুনসাত নম্বর প্রশ্নে ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল-উত্তরে আছে 'সত্য',উত্তর হবে 'মিথ্যা' কারণ ভারতসভা ইলবার্ট বিলের সমর্থন করেছিল।