বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
নির্বাচনী পরীক্ষা - ২০১৮ (উচ্চমাধ্যমিক)
বিষয় : ইতিহাস
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান : ৮০
PART - A
বিভাগ - ক
যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০
(১) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কী? এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ। ৩+৫ = ৮
(২) সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী ছিল? উপনিবেশগুলির ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা কর। ৪+৪ = ৮
(৩) পলাশির যুদ্ধের পটভূমি উল্লেখ করে ভারতের ইতিহাসে এর গুরুত্ব ব্যাখ্যা কর। ৮
অথবা,
চিনের উপর অসম চুক্তির পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ৪+৪=৮
(৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮
(২) সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী ছিল? উপনিবেশগুলির ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা কর। ৪+৪ = ৮
(৩) পলাশির যুদ্ধের পটভূমি উল্লেখ করে ভারতের ইতিহাসে এর গুরুত্ব ব্যাখ্যা কর। ৮
অথবা,
চিনের উপর অসম চুক্তির পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ৪+৪=৮
(৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮
খ বিভাগ :
(৫) মিরাট ষড়যন্ত্র মামলা কী? এই মামলার পটভূমি, ফলাফল ও গুরুত্ব ব্যাখ্যা কর। ২+৩+৩ = ৮
(৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮
(৭) ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো।
অথবা,
কোরীয় সংকটের কারণ ও ফলাফল আলোচনা কর। ৮
(৮) ইন্দোনেশিয়ায় ঔপনিবেশিক শাসনের অবসানের প্রেক্ষাপট আলোচনা কর। এক্ষেত্রে ড. সুকর্ণের ভূমিকা কী ছিল? ৫+৩ = ৮
(৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮
(৭) ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো।
অথবা,
কোরীয় সংকটের কারণ ও ফলাফল আলোচনা কর। ৮
(৮) ইন্দোনেশিয়ায় ঔপনিবেশিক শাসনের অবসানের প্রেক্ষাপট আলোচনা কর। এক্ষেত্রে ড. সুকর্ণের ভূমিকা কী ছিল? ৫+৩ = ৮
PART - B
(ক) বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি বেছে লেখ।
১) জনশ্রুতি কয়প্রকার?
ক) দুই প্রকার খ) চার প্রকার গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার
১) জনশ্রুতি কয়প্রকার?
ক) দুই প্রকার খ) চার প্রকার গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার
২) একটি স্মৃতিকথার উদাহরণ হল
ক) জীবনের জলসঘর খ) রামায়ণ গ) মনসামঙ্গল কাব্য ঘ) হারকিউলিস
ক) জীবনের জলসঘর খ) রামায়ণ গ) মনসামঙ্গল কাব্য ঘ) হারকিউলিস
৩) 'Realpolitik' শব্দের সঙ্গে কোন ব্যক্তি সম্পর্কিত
ক) কাইজার দ্বিতীয় উইলিয়াম খ) বিসমার্ক গ) মুসোলিনি ঘ) হিটলার
ক) কাইজার দ্বিতীয় উইলিয়াম খ) বিসমার্ক গ) মুসোলিনি ঘ) হিটলার
৪) স্তম্ভ 'ক'এর সাথে স্তম্ভ 'খ' মিলিয়ে উত্তর লেখ।
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
i) ক্যান্টন বাণিজ্য। a) গ্রিক শব্দ
ii) কলোনিয়া b) পুঁজিবাদ বিষয়ক দার্শনিক
iii) নিউ ওয়ার্ল্ড। c) চিন
iv) লেনিন। d) কলম্বাস
স্তম্ভ 'ক' স্তম্ভ 'খ'
i) ক্যান্টন বাণিজ্য। a) গ্রিক শব্দ
ii) কলোনিয়া b) পুঁজিবাদ বিষয়ক দার্শনিক
iii) নিউ ওয়ার্ল্ড। c) চিন
iv) লেনিন। d) কলম্বাস
বিকল্পসমূহ
ক) (i) - (c), (ii) - (a), (iii) - (d), (iv) - (b)
খ ) (i) - (b), (ii) - (a), (iii) - (c), (iv) - (d)
গ ) (i) - (d), (ii) - (b), (iii) - (c), (iv) - (a)
ঘ ) (i) - (a), (ii) - (c), (iii) - (b), (iv) - (d)
৫) পর্তুগিজরা বাংলাদেশে কুঠি স্থাপন করেছিলেন
ক) হুগলিতে খ) মুর্শিদাবাদে গ) কলকাতায় ঘ) ঢাকায়।
ক) হুগলিতে খ) মুর্শিদাবাদে গ) কলকাতায় ঘ) ঢাকায়।
৬) কোলকাতার নাম 'আলীনগর' রেখেছিলেন
ক) আলীবর্দী খাঁ খ) মুরশিদকুলি খাঁ গ) সিরাজ - উদ - দৌলা ঘ ) মিরকাশিম।
৭) নবাবি আমলে বাংলার শাসনব্যবস্থা বিভক্ত ছিল
ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) ছয় ভাগে।
৮) ভারতের মধ্যবিত্তদের 'আধুনিক ভারতের স্রষ্টা' বলেছেন
ক) অমলেশ ত্রিপাঠী খ) এ.আর.দেশাই গ) বিপানচন্দ্র ঘ) যদুনাথ সরকার।
৯) ভারতে মুসলিম সমাজে পাশ্চাত্য শিক্ষার প্রসারে প্রধান ভূমিকা রেখেছেন
ক) চিরাগ আলি খ) মৌলানা শিবলি নোমানি গ) সৈয়দ আহম্মদ খাঁ ঘ ) খুদাবক্স।
১০) চিনে গৃহযুদ্ধ এড়াতে রাষ্ট্রপতি পদ ত্যাগ করেছিলেন
ক ) চিয়াং কাই শেক খ) ইউয়ান সি কাই গ) সান ইয়াৎ সেন ঘ) হো কান চি
১১) ঐতিহাসিক বিপানচন্দ্র কোন আইনকে 'একটি ধাপ্পাবাজি' বলে অভিহিত করেছেন?
ক ) ভারত শাসন আইন খ ) মর্লে মিন্টো সংস্কার আইন গ ) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ঘ ) সনদ আইন।
১২) ব্রিটিশ ভারতের একটি দমন মূলক আইনের উদাহরণ হল
ক) রাওলাট আইন খ) লর্ড ক্রশের আইন গ) ভারত শাসন আইন ঘ) ভারতের স্বাধীনতা আইন
১৩) ভারতে 'বিভাজন ও শাসন নীতি' কার্যকর করার জন্য কোন আইনকে কাজে লাগান?
ক) রাওলাট আইন খ) লর্ড ক্রশের আইন গ) ভারত শাসন আইন ঘ) মর্লে মিন্টো সংস্কার আইন
১৪) কোন বিকল্পটি বেমানান লেখ
ক) গান্ধিজি খ) নেতাজি গ) মাষ্টারদা সূর্য সেন ঘ) ভগৎ সিং।
১৫) রশিদ আলি দিবস কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত
ক) মহাবিদ্রোহের বিচার খ) রাওলাট সত্যাগ্রহ গ) মিরাট ষড়যন্ত্র মামলার বিচার ঘ) আজাদ হিন্দ বাহিনীর বিচার।
১৬) চিনের কাছে 'একুশ দফা দাবি' পেশ করে
ক) আমেরিকা খ) ইংল্যান্ড গ) জাপান ঘ) ফ্রান্স।
১৭) 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম ব্যবহার করেন
ক) হ্যারি এস. ট্রুম্যান খ) লুই জে. হ্যালে গ) ডি. এফ. ফ্লেমিং ঘ) ওয়াল্টার লিপম্যান।
১৮) ট্রুম্যান নীতির প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
ক) সন্ত্রাসবাদ দমন করা খ) গণতন্ত্রের প্রসার ঘটানো গ) পৃথিবীকে দারিদ্রমুক্ত করা ঘ) সোভিয়েত সাম্যবাদের গতি রোধ করা।
১৯) ন্যাটো কতসালে গড়ে ওঠে?
ক) ১৯৫৪ সালে খ) ১৯৪৯ সালে গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৪৭ সালে।
২০) ফিদেল কাস্ত্রো কোন দেশের লোক?
ক) কিউবা খ) চিন গ) ভিয়েতনাম ঘ) উত্তর কোরিয়া।
২১) 'অব-উপনিবেশিকরণ' কথাটা কে প্রথম ব্যবহার করেন?
ক) মরিৎস জুলিয়াস বন খ) আহমেদ বেন বেল্লা গ) কেগলে ঘ) উইটকফ।
২২) ভারত, পাকিস্তান, ইথিওপিয়া - এই দেশগুলির মধ্যে মিল কোথায়?
ক) এরা এশিয়ায় অবস্থিত, খ) এরা আফ্রিকায় অবস্থিত, গ) এদের স্বাধীনতা লাভ একই বছরে ঘ) এরা একই ঔপনিবেশিক শাসকের অধীনে ছিল।
২৩) বঙ্গবন্ধু নামে কে পরিচিত ?
ক) রফিক উদ্দিন আহম্মেদ খ) আবুল বরকত গ) শেখ মুজিবর রহমান ঘ) ইয়াহিয়া খান।
২৪) 'ভারতীয় যোজনা কমিশন' গড়ে ওঠে
ক) ১৯৪৭ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৬ সালে ঘ) ১৯৬৪ সালে।
(খ) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
১) ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? ২
২) পাবলো পিকাসো কে ছিলেন? ২
৩) 'হোয়াইট মেনস বার্ডেন (White Man's Burden) তত্ত্ব' কী? ২
অথবা 'সংকীর্ণ জাতিয়তাবাদ' (Narrow Jaws) কী?
৪) Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে? ৩
৫) দস্তক কী ? ৩
অথবা অবশিল্পায়ন বিষয়ে আলোচনা করেছেন এমন একজন জাতীয়তাবাদী নেতার নাম কর।
৬) নমঃশূদ্রদের দুজন নেতার নাম লেখো? ৪
অথবা পতিদার কাদের বলা হয়?
৭) চুক্তিবদ্ধ শ্রমিক (Indentured Labour) বলতে কী বোঝ? ৪
৮) কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে? ৪
অথবা কে কী উদ্দেশ্যে 'নতুন গণ অধ্যয়ন সমিতি' গড়ে তোলেন?
৯) ব্রিটিশ সরকার প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম কর। ৫
১০) কোন ভারত শাসন আইনে প্রথম দায়িত্বশীল সরকার গঠনের কথা বলা হয়? ৫
অথবা অধীনতামূলক মিত্রতা নীতি কী
১১) কে কোন পত্রিকায় ক্রিপস প্রস্তাবকে 'দুর্ভাগ্যজনক প্রস্তাব' বলেছেন? ৬
১২) ওয়াভেল পরিকল্পনা কী ৬
অথবা কোন অঞ্চলকে ইন্দোচিন বলা হয় ? এটি কাদের উপনিবেশ ছিল?
১৩) 'মার্শাল পরিকল্পনা'র উদ্দেশ্য কী ছিল? ৭
১৪) 'প্লাট চুক্তি' গুরুত্ব উল্লেখ কর। ৭
অথবা কাকে কেন 'বেষ্টনী নীতি' বলা হয়?
১৫) 'তৃতীয় বিশ্ব' কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন? ৮
অথবা কেকে কেন 'ভারতের মহাকাশ কর্মসূচির জনক' বলা হয়?
১৬) 'সার্ক' কী ৮
ক) আমেরিকা খ) ইংল্যান্ড গ) জাপান ঘ) ফ্রান্স।
১৭) 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম ব্যবহার করেন
ক) হ্যারি এস. ট্রুম্যান খ) লুই জে. হ্যালে গ) ডি. এফ. ফ্লেমিং ঘ) ওয়াল্টার লিপম্যান।
১৮) ট্রুম্যান নীতির প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
ক) সন্ত্রাসবাদ দমন করা খ) গণতন্ত্রের প্রসার ঘটানো গ) পৃথিবীকে দারিদ্রমুক্ত করা ঘ) সোভিয়েত সাম্যবাদের গতি রোধ করা।
১৯) ন্যাটো কতসালে গড়ে ওঠে?
ক) ১৯৫৪ সালে খ) ১৯৪৯ সালে গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৪৭ সালে।
২০) ফিদেল কাস্ত্রো কোন দেশের লোক?
ক) কিউবা খ) চিন গ) ভিয়েতনাম ঘ) উত্তর কোরিয়া।
২১) 'অব-উপনিবেশিকরণ' কথাটা কে প্রথম ব্যবহার করেন?
ক) মরিৎস জুলিয়াস বন খ) আহমেদ বেন বেল্লা গ) কেগলে ঘ) উইটকফ।
২২) ভারত, পাকিস্তান, ইথিওপিয়া - এই দেশগুলির মধ্যে মিল কোথায়?
ক) এরা এশিয়ায় অবস্থিত, খ) এরা আফ্রিকায় অবস্থিত, গ) এদের স্বাধীনতা লাভ একই বছরে ঘ) এরা একই ঔপনিবেশিক শাসকের অধীনে ছিল।
২৩) বঙ্গবন্ধু নামে কে পরিচিত ?
ক) রফিক উদ্দিন আহম্মেদ খ) আবুল বরকত গ) শেখ মুজিবর রহমান ঘ) ইয়াহিয়া খান।
২৪) 'ভারতীয় যোজনা কমিশন' গড়ে ওঠে
ক) ১৯৪৭ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৬ সালে ঘ) ১৯৬৪ সালে।
(খ) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
১) ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? ২
২) পাবলো পিকাসো কে ছিলেন? ২
৩) 'হোয়াইট মেনস বার্ডেন (White Man's Burden) তত্ত্ব' কী? ২
অথবা 'সংকীর্ণ জাতিয়তাবাদ' (Narrow Jaws) কী?
৪) Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে? ৩
৫) দস্তক কী ? ৩
অথবা অবশিল্পায়ন বিষয়ে আলোচনা করেছেন এমন একজন জাতীয়তাবাদী নেতার নাম কর।
৬) নমঃশূদ্রদের দুজন নেতার নাম লেখো? ৪
অথবা পতিদার কাদের বলা হয়?
৭) চুক্তিবদ্ধ শ্রমিক (Indentured Labour) বলতে কী বোঝ? ৪
৮) কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে? ৪
অথবা কে কী উদ্দেশ্যে 'নতুন গণ অধ্যয়ন সমিতি' গড়ে তোলেন?
৯) ব্রিটিশ সরকার প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম কর। ৫
১০) কোন ভারত শাসন আইনে প্রথম দায়িত্বশীল সরকার গঠনের কথা বলা হয়? ৫
অথবা অধীনতামূলক মিত্রতা নীতি কী
১১) কে কোন পত্রিকায় ক্রিপস প্রস্তাবকে 'দুর্ভাগ্যজনক প্রস্তাব' বলেছেন? ৬
১২) ওয়াভেল পরিকল্পনা কী ৬
অথবা কোন অঞ্চলকে ইন্দোচিন বলা হয় ? এটি কাদের উপনিবেশ ছিল?
১৩) 'মার্শাল পরিকল্পনা'র উদ্দেশ্য কী ছিল? ৭
১৪) 'প্লাট চুক্তি' গুরুত্ব উল্লেখ কর। ৭
অথবা কাকে কেন 'বেষ্টনী নীতি' বলা হয়?
১৫) 'তৃতীয় বিশ্ব' কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন? ৮
অথবা কেকে কেন 'ভারতের মহাকাশ কর্মসূচির জনক' বলা হয়?
১৬) 'সার্ক' কী ৮
---------------------------//-----------------------------
Hi
উত্তরমুছুনThis is helpful. Thanks.
উত্তরমুছুনThis is very helpfull for us.
উত্তরমুছুন